ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ইংল্যান্ডের হয়ে এজবাস্টনে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ছয়ে ব্যাট করতে নামেন। কিন্তু কোনও রান না করে প্রথম বলেই মহম্মদ সিরাজের দুরন্ত ডেলিভারিতে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান। শুক্রবার এই গোল্ডেন ডাক ছিল টেস্ট ক্রিকেটের কেরিয়ারে বেন স্টোকসের প্রথম বলেই প্রথম আউট হওয়া।
advertisement
২০১৩ সালের ৫ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হওয়ার পর থেকে স্টোকস ১১৩টি টেস্টে ২০২ ইনিংসে মোট ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন। কিন্তু কোনও দিন প্রথম বলে আউট হননি। শুক্রবার ছিল প্রথমবার যখন তিনি প্রথম বলেই আউট হন। আর কৃতিত্ব করে দেখালেন মহম্মদ সিরাজ।
আরও পড়ুনঃ Lottery: লটারিতে কোটি টাকা জেতার ১০০ শতাংশ গ্যারান্টি! দুই অধ্যাপক আবিষ্কার করলেন এমন ফর্মুলা!
ভারতের বিশ্বসেরা টেস্ট বোলার জসপ্রিত বুমরাহ অনুপস্থিত থাকায় বার্মিংহাম টেস্টে ভারতের বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন মহম্মদ সিরাজ। তিনি ইংল্যান্ডের প্রথম ইনিংসের ২২তম ওভারের তৃতীয় বলে জো রুটকে ২২ রানে আউট করেন এবং পরের বলেই স্টোকসকে ফিরিয়ে দেন। রুট ও স্টোকস—দুজনকেই কট বিহাইন্ড করেন ঋষভ পন্ত। এছাড়া দ্বিতীয় দিনে জ্যাক ক্রাউলির উইকেটও নিয়েছেন সিরাজ। সুযোগ রয়েছে প্রথম ইনিংসে আরও শিকার করার।