TRENDING:

আগুনে জেদ নিয়ে এবার অস্ট্রেলিয়ায় নামবে শামি, দাবি ছোটবেলার কোচের

Last Updated:

Mohammed Shami will deliver his best for India in T20 World Cup believes coach Badruddin. নিজেকে প্রমাণের দ্বিগুণ ইচ্ছা নিয়ে অস্ট্রেলিয়ায় নামবে শামি, দাবি ছোটবেলার কোচের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ছাত্র মহম্মদ শামিকে প্রথম দলে দেখতে না পেয়ে দুঃখ পেয়েছিলেন তিনি। শামির মতো ফাস্ট বোলার কেন রিজার্ভ দলে, মনের মধ্যে জেগেছিল প্রশ্নটা। কিন্তু বদরুদ্দিন কখনও মিডিয়াতে এই নিয়ে বিবৃতি দেননি। তবে তিনি খুশি এখন তার ছাত্র অস্ট্রেলিয়ায় যাচ্ছেন দেখে।
ভারতের জার্সিতে অস্ট্রেলিয়ায় নামার জন্য মুখিয়ে আছেন শামি
ভারতের জার্সিতে অস্ট্রেলিয়ায় নামার জন্য মুখিয়ে আছেন শামি
advertisement

আরও পড়ুন - বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দিন শেষ হলেও পাঁচটি অবদানের জন্য ভোলা যাবে না সৌরভকে! দেখে নিন

হয়তো সুযোগও পেয়ে যেতে পারেন শামি। তার কথাতেই একসময় উত্তর প্রদেশ ছেড়ে কলকাতায় ক্লাব ক্রিকেট খেলতে এসেছিলেন শামি। তারপর বাকিটা ইতিহাস। ফিটনেস টেস্টে পাস করলেন মহম্মদ শামি। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে হয়েছিল এই টেস্ট। তাতে ফিট ঘোষিত হয়েছেন শামি।

advertisement

তবে দীপক চাহারকে নিয়ে সমস্যা থাকছেই। পিঠের সমস্যাকে পিছনে ফেলে ১৫ অক্টোবরের মধ্যে তাঁর সুস্থ হয়ে ওঠা কার্যত অসম্ভব বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে যশপ্রীত বুমরাহর পরিবর্ত পেসার হিসেবে টি-২০ বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে সুযোগ পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকছেন শামি।

যা খবর, তাতে বৃহস্পতিবারের মধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছে যাবেন শামি। তাঁর সঙ্গেই শিবিরে যোগ দেবেন স্ট্যান্ড-বাই তালিকায় থাকা শ্রেয়স আয়ার, রবি বিষ্ণোইরা। শোনা যাচ্ছে, স্ট্যান্ড বাই তালিকায় আসছেন মহম্মদ সিরাজ। ১৩ অক্টোবর পারথে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অংশ নেবে রোহিত শর্মার দল।

advertisement

পরের দিন ব্রিসবেনে যাবেন তাঁরা। গাব্বায় ১৭ ও ১৯ অক্টোবর যথাক্রমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি প্রস্তুতি ম্যাচে খেলবে টিম ইন্ডিয়া। সেই দুই ম্যাচে শামিকে দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। বদরুদ্দিন পরিষ্কার জানিয়ে দিলেন শামির মধ্যে প্রচুর আগুন আছে এখনও। নিজেকে সুযোগ পেলে উজাড় করে দেবেন বিশ্বকাপে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

তবে তাকে দলে না রাখার পেছনে নিশ্চয়ই ম্যানেজমেন্টের ভাবনার সম্মান করতে হবে বলছিলেন উত্তরপ্রদেশের তৃণমূল স্তরের এই কোচ। কিন্তু দেশের জার্সিতে যদি অস্ট্রেলিয়ার মাঠে বল করার সুযোগ পান শামি, তাহলে আগুন ছোটাবেন মুরাদাবাদ এক্সপ্রেস নিশ্চিত বদরউদ্দিন। দিনের শেষ শামির অভিজ্ঞতা ভারতীয় দলের সম্পদ হবে জানিয়ে দিলেন ছোটবেলার কোচ।

বাংলা খবর/ খবর/খেলা/
আগুনে জেদ নিয়ে এবার অস্ট্রেলিয়ায় নামবে শামি, দাবি ছোটবেলার কোচের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল