TRENDING:

আহমেদাবাদ টেস্টে প্রথম দিন লাঞ্চের আগে ২ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া, লড়ছেন খোয়াজা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অস্ট্রেলিয়া - ৭৫/২
উইকেট নেওয়ার পর সেলিব্রেশন করছেন অশ্বিন
উইকেট নেওয়ার পর সেলিব্রেশন করছেন অশ্বিন
advertisement

আহমেদাবাদ: ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে জব্দ করতে গেলে এই টেস্ট ম্যাচ জয় ছাড়া অন্য রাস্তা নেই ভারতের। তাই শুরু থেকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে পজিটিভ শুরু করতেই হত সন্দেহ নেই। আমদাবাদে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে একসঙ্গে তিনটি লক্ষ্যে পৌঁছতে পারবে ভারত। প্রথমত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে টিম ইন্ডিয়া।

advertisement

দ্বিতীয়ত, ৩-১ ব্যবধানে চলতি সিরিজের দখল নেবেন রোহিতরা। তৃতীয়ত, অস্ট্রেলিয়াকে টপকে এক নম্বর টেস্ট দলে পরিণত হবে ভারত।আমদাবাদে সিরিজের শেষ টেস্টে টস জিতল অস্ট্রেলিয়া। টস জিতে অজি দলনায়ক স্টিভ স্মিথ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন - রোহিত, কোহলির পাশে দাঁড়িয়ে আমেদাবাদে জাতীয় সংগীত গাইলেন প্রধানমন্ত্রী মোদি! স্মরণীয় দিন টেস্ট ক্রিকেটে

advertisement

খোয়াজাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ট্রেভিস হেড। বোলিং শুরু করেন মহম্মদ শামি। উমেশের বলে চার মারেন ট্রেভিস হেড। ৫.৫ ওভারে উমেশের বলে হেডের অতি সহজ ক্যাচ ছাড়েন উইকেটকিপার কেএস ভরত। রবিচন্দ্রন অশ্বিনের বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন ট্রেভিস হেড। ৪৪ বলে ৩২ রান করেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
বারাসাতে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী! দেবী আসনে 'কৃষ্ণকালী', বাড়ি বসেই দর্শন করুণ
আরও দেখুন

২২.২ ওভারে শামির অফ-স্টাম্পের বাইরের বলে ব্যাটের কানা লাগিয়ে বসেন মার্নাস। বল ব্যাটে লেগে স্টাম্প ছিটকে দেয়। ভারতের বোলাররা মধ্যাহ্ন ভোজের আগে পর্যন্ত আর উইকেট নিতে না পারলেও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের চাপে রেখেছেন। সহজে রান তুলতে দিচ্ছেন না। যেকোনো মূল্যে এই ম্যাচটাকে নিজেদের নামে করতে মরিয়া থাকবে ভারত।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
আহমেদাবাদ টেস্টে প্রথম দিন লাঞ্চের আগে ২ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া, লড়ছেন খোয়াজা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল