হেলিকপ্টার শট খেলতে হলেও কব্জির মোচড়ের দরকার পড়ে। এমনকী ফুল লেন্থ ডেলিভারিতে হেলিকপ্টার শট মারার জন্য হাতের পেশিতে যথেষ্ট শক্তি থাকা প্রয়োজন। ধোনি অনেক সময় ইয়র্কারেও হেলিকপ্টার শট মেরেছেন। তবে ধোনির আগেই মহম্মদ আজহারউদ্দিন হেলিকপ্টার শট খেলে ফেলেছিলেন। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন মহম্মদ আজহারউদ্দিন। অফ এবং অন, দুই তরফেই সাবলীলভাবে খেলতেন। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ম্যাচে লানস ক্লুজনারের ওভারে পরপর পাঁচটি বাউন্ডারি মেরেছিলেন। আজাহার সেই ম্যাচে ক্লুজনারের ওভারে হেলিকপ্টার শট খেলেছিলেন। সেটি ছিল টেস্ট ম্যাচ। তবে সেই টেস্ট ম্যাচে আচমকা মারমুখী হয়ে উঠেছিলেন আজহারউদ্দিন।
advertisement
ক্লুজনারের সেই ওভারে আজহারউদ্দিন প্রথম বাউন্ডারি মারেন পুল শটে। ইডেন গার্ডেনসে সেই ম্যাচে পরের বলেই হেলিকপ্টার শটে আজারুদ্দিন বাউন্ডারি হাঁকান। এর পর আরও তিনটি বাউন্ডারি মেরেছিলেন তিনি। সেদিন ৭৭ বলে ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন আজহারউদ্দিন। ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে অনেকেই হয়তো আজহারউদ্দিনের সেই ইনিংসের কথা এখনো মনে রেখেছেন। ভারতীয় ক্রিকেটে আজহারউদ্দিন শুধু ব্যাটসম্যান নয়, সফল অধিনায়ক হিসেবেও জনপ্রিয় ছিলেন। তিনটি বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৮৫ সালে অভিষেক হয় আজহারউদ্দিনের। এরপর ২২১টি ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে ছিলেন তিনি। ৯৯ টি টেস্ট খেলেছেন তিনি। একদিনের ম্যাচ খেলেছেন ৩৩৪টি।