TRENDING:

মায়ের দেওয়া তাবিজই কলকাতাকে উপহার আমেরের

Last Updated:

তিনি নিঃস্ব। তাঁর এই তাবিজ টুকুই সম্বল। এটা রাখুন। সবাইকে সুরক্ষিত রাখবে। কলকাতা ছাড়ার আগে এই শহরের জন্য উপহার পাক ক্রিকেটার মহম্মদ আমেরের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তিনি নিঃস্ব। তাঁর এই তাবিজ টুকুই সম্বল। এটা রাখুন। সবাইকে সুরক্ষিত রাখবে। কলকাতা ছাড়ার আগে এই শহরের জন্য উপহার পাক ক্রিকেটার মহম্মদ আমেরের।
advertisement

পাঁচটা বছর অনেক যন্ত্রণা, অনেক অপমান নিয়ে তাঁর জীবন কেটেছে। গোটা দেশের কাছে তিনি ছিলেন গদ্দার। নির্বাসনের সেই যন্ত্রণা শেষ করে ফের মূল স্রোতে ফিরেছেন। ফিরেছেন নায়কের মতো করে। ২৩ বছরের মহম্মদ আমের এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের কাছে ফের ত্রাস। কিন্তু ছেলেটা মোটেই এমন নন। কলকাতা ছাড়ার আগে এই শহরের জন্য সবাই কিছু না কিছু দিয়ে গিয়েছেন। মহম্মদ আমেরের জিনিস তাদের মধ্যে একটু আলাদা। এই শহর যাতে নিরাপদে থাকে তার জন্য মায়ের দেওয়া তাবিজ খুলে দিয়েছেন এই পাক ক্রিকেটার। দুয়া করেছেন কলকাতার জন্য ৷ এই ক’দিন কলকাতায় থেকে অনেক কেনাকেটা করেছিলেন পাক ক্রিকেটাররা। কিন্তু ভারতের কাছে হারে বিপর্যস্ত গোটা দল। তাই অনেক কিছু রেখে তাঁরা চলে গিয়েছেন ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
মায়ের দেওয়া তাবিজই কলকাতাকে উপহার আমেরের