TRENDING:

সিধুর দ্রুত আরোগ্য কামনায় মোদি

Last Updated:

শিরায় রক্ত জমাট বাঁধায় হাসপাতালে ভর্তি হয়েছেন নভজ্যোৎ সিং সিধু৷ ডাক্তারি পরিভাষায় সিধু ‘ডিপ ভেইন থ্রমবোসিস’-এর শিকার ৷ প্রাক্তন এই ক্রিকেটারের ফ্যান-ফলোয়ারদের সংখ্যা কিন্তু এখনও কিছু কম নয় ৷ ধারাভাষ্যকারের পাশাপাশি ক্রিকেট বিশেষজ্ঞ ও রিয়্যালিটি শো-তে বিচারকের ভূমিকাতেও তিনি ছক্কা হাঁকান প্রতিনিয়ত ৷ সিধুর অসুস্থতায় চিন্তিত প্রত্যেকেই৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শিরায় রক্ত জমাট বাঁধায় হাসপাতালে ভর্তি হয়েছেন নভজ্যোৎ সিং সিধু৷ ডাক্তারি পরিভাষায় সিধু ‘ডিপ ভেইন থ্রমবোসিস’-এর শিকার ৷ প্রাক্তন এই ক্রিকেটারের ফ্যান-ফলোয়ারদের সংখ্যা কিন্তু এখনও কিছু কম নয় ৷ ধারাভাষ্যকারের পাশাপাশি ক্রিকেট বিশেষজ্ঞ ও রিয়্যালিটি শো-তে বিচারকের ভূমিকাতেও তিনি ছক্কা হাঁকান প্রতিনিয়ত ৷ সিধুর অসুস্থতায় চিন্তিত প্রত্যেকেই৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷
advertisement

মোদি ট্যুইট করে জানিয়েছেন, ‘ শেরি পাজি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন৷ আপনি একজন ফাইটার ৷ আমার স্থির বিশ্বাস, অসুস্থতাকেও আপনি হার মানাবেন আপনার ট্রেডমার্ক স্টাইলেই ৷ আপনার জন্য আমাদের প্রার্থনা রইল ৷ ’ মোদি ছাড়াও ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন ও হরভজন সিংও সিধুর আরোগ্য কামনায় ট্যুইট করেছেন ৷ যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে, সিধুর অবস্থা এখন স্থিতিশীল৷ তিনি ভালো আছেন৷ সবার এখন একটাই প্রার্থনা যেন শীঘ্রই ‘ ও গুর’ বলে চেনা হাসি নিয়েই টিভি-র পর্দায় হাজির হয়ে যান তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
সিধুর দ্রুত আরোগ্য কামনায় মোদি