সিরিজ জেতার জন্য মাঠের খেলার পাশাপাশি মাঠের বাইরের খেলাতেও অস্ট্রেলিয়া যে সমান পারদর্শী, সে কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং বলেছিলন এবার বর্ডার-গাভাসকর ট্রফিকে ৩-১ ব্যবধানে জিতবে অস্ট্রেলিয়া। এবার নিজেদের প্রাক্তনীর পথে হেঁটে আরও এক কদম বাড়িয়ে কার্যত হুঙ্কার দিলেন অজি স্পিড স্টার মিচেল স্টার্ক।
advertisement
ভারতকে এক প্রকার টেস্ট সিরিজে ৫-০ ব্যবধান মানে হোয়াইট ওয়াশ করার সুর শোনা গেল মিচেল স্টার্কের গলায়। এক সাক্ষাৎকারে স্টার্ক বলেছেন,”আমরা চাই ঘরের মাঠে সব ম্যাচেই জিততে, আমরা জানি যে ভারতীয় দল অত্যন্ত শক্তিশালী, তবে আমরা তৈরি। এই মূহূর্তে আমরা ওপরের সারির দুই দলের মধ্যে রয়েছি ফলে উপভোগ্য ক্রিকেটের অপেক্ষাতেই রয়েছি। তবে আশা করছি ট্রফি আমরাই জিতব।”
আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, কোন গাছ দেখতে মানুষের মত? রয়েছে হাত-পা-চোখ-মুখ
এছাড়া ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজকে অ্যাসেজের সঙ্গে তুলনা করেছেন মিচেল স্টার্ক। অ্যাসেজে হয় ৫ ম্যাচের সিরিজ। এবার এই প্রথম বর্ডার-গাভাসরকর ট্রফিও হবে ৫ ম্যাচের টেস্ট সিরিজ। অ্যাসেজ সিরিজ আর বর্ডার গাভাসকর ট্রফি একইরকম জমজমাট হতে চলেছে বলে জানিয়েছেন অজি স্পিড স্টার। ফলে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরুর ৩ মাস আগে থেকেই পারদ চড়তে শুরু করল সে কথা বলাই যায়।