৩৬তম জাতীয় গেমসে নিজের রাজ্য় মণিপুরের হয়ে অংশ নেন মীরাবাঈ চানু। মহিলাদের ভারোত্তলনের ৪৯ কেজি বিভাগে নামেন তারকা ভারোত্তলক। ক্লিন অ্য়ান্ড জার্ক ও স্ন্য়াচ নিজের নিকটতম প্রতীদ্বন্দ্বীর থেকে ৪ কেজি বেশি ওজন তুলে সোনা জয় নিশ্চি করেন মীরাবাঈ চানু। মোট ১৯১ কেজি তোলেন তিনি। স্ন্যাচে মীরাবাঈ প্রথম প্রয়াসে তোলেন ৮১ কেজি। এরপর দ্বিতীয় প্রয়াসে অনায়াসেই চানু তুলে নেন ৮৪ কেজি। সেই সময় বাকি প্রতিযোগীদের থেকে ৩ কেজি এগিয়ে ছিলেন চানু। তাই তিনি আর তৃতীয় প্রয়াস করেননি।
advertisement
আরও পড়ুন: টি২০ বিশ্বকাপে পুরস্কার মূল্য় ঘোষণা আইসিসির, জেনে নিন জয়ী-পরাজিত কোন দল পাবে কত টাকা
এরপর ক্লিন অ্যান্ড জার্কের প্রথম প্রয়াসে চানু তোলেন ১০৩ কেজি। ক্লিন অ্যান্ড জার্কের দ্বিতীয় প্রয়াসে তোলেন ১০৭ কেজি। সোনা জয়ের পর সোশ্য়াল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া দেন মীরাবাঈ চানু। ট্য়ুইটারে তিনি লেখেন,'গুজরাতে ৩৬তম জাতীয় গেমসে সোনা জিতে খুশি হয়েছি'। সোনা জয়ের পর শুভেচ্ছার জোয়ারে ভাসেন মীরাবাই চানু।
আরও পড়ুন: পকেটে থাকবে মারাদোনার ছবি, কিংবদন্তীর জন্যই বিশ্বকাপ জিততে চান মেসি
প্রসঙ্গত, মীরাবাঈ চানুকে প্রায় সমানে সমানে টক্কর দেন সঞ্জিতা। ১৮৭ কেজি তুলে রুপো জেতেন তিনি। তৃতীয় স্থানে স্নেহা সোরেন। ১৬৯ কেজি তুলে ব্রোঞ্জ জেতেন তিনি। তবে জাতীয় গেমসের মঞ্চে সোনা জয়ের মধ্য় দিয়ে আসন্ন এশিয়ান গেমস ও প্যারিস অলিম্পিকের প্রস্তুতি মীরাবাঈ চানু শুরু করে দিলেন মীরাবাঈ চানু।