TRENDING:

Milkha Singh Death: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায়! চোখের জল আর গান স্যালুটে মিলখা সিং-এর শেষকৃত্য...

Last Updated:

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হল কিংবদন্তি মিলখা সিং (Milkha Singh) -কে। তাঁর পরিবারের লোকজন ছাড়াও ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। ফ্লাইং শিখের (The Flying Sikh) দৌড় শুক্রবার গভীর রাতেই থেমে গিয়েছিল। আর শনিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

প্রায় ৩০ দিন ধরে কোভিডের সঙ্গে লড়াই করার পর শুক্রবার রাতে প্রয়াত হন মিলখা। ভারতীয় ক্রীড়ামহলে ‘উড়ন্ত শিখ’ নামেই পরিচিত ছিলেন এই দৌড়বীর। ভারতের অন্যতম সেরা ক্রীড়াবিদের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে ভারতীয় ক্রীড়ামহলে। তাই শেষকৃত্যের অনুষ্ঠানে কোনও খুঁত রাখতে চাননি কেউই। ছেলে জীব মিলখাই শেষকৃত্য সম্পন্ন করেন। অনুষ্ঠানের জন্য প্রচুর পুলিশ নিয়োগ করা হয়েছিল। মিলখাকে গান স্যালুটের সঙ্গে জানানো হল শেষ বিদায়।

advertisement

অনুষ্ঠানে হাজির ছিলেন পঞ্জাবের রাজ্যপাল ভি পি সিংহ বাদনোর, পঞ্জাবের অর্থমন্ত্রী মনপ্রীত সিংহ বাদল, হরিয়ানা ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিংহ। যে হাসপাতালে মিলখা ছিলেন, সেই পিজিআইএমইআর-এর ডিরেক্টর চিকিৎসক জগৎ রামও হাজির ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্জাবের অর্থমন্ত্রী মনপ্রীত সিং বাদল, হরিয়ানা ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিং। তাঁর শেষকৃত্যে অনুরাগীদের ভিড় সামলাতে প্রচুর পুলিশ নিয়োগ করা হয়েছিল। সেক্টর ২৫'র যে স্থানে শেষকৃত্য সম্পন্ন হয়, সেই স্থানকে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সময়ে চাষ করলে মিলবে ৩বার ফলন, ২ মাসেই প্রচুর টাকা লাভের সুযোগ ব্রকোলি চাষে
আরও দেখুন

কিংবদন্তির প্রয়াণে এক দিন শোকদিবস পালন করা হবে পঞ্জাবে। ওই দিন ছুটিও ঘোষণা করা হয়েছে পঞ্জাব সরকারের পক্ষ থেকে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং আগেই মিলখা সিং-কে শ্রদ্ধা জানিয়েছিলেন। তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন, পাতিয়ালার স্পোর্টস ইউনিভার্সিটিতে একটি চেয়ার মিলখা সিংয়ের নামে সংরক্ষণ করা হবে।

বাংলা খবর/ খবর/খেলা/
Milkha Singh Death: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায়! চোখের জল আর গান স্যালুটে মিলখা সিং-এর শেষকৃত্য...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল