ইংল্যান্ড দলের একমাত্র বাঁহাতি স্পিনার জ্যাক লিচ ছাড়া কেউ দাগ কাটতে পারেননি। শেষ টেস্টে দ্বিতীয় স্পিনার বেসকে খেলানো হলেও তিনি সম্পূর্ণ ব্যর্থ। কিছুটা বেন স্টোকস এবং লরেন্স ছাড়া ব্যাট হাতে আয়ারাম, গায়ারাম পর্ব লেগেই ছিল। তৃতীয় টেস্টে মাত্র দেড় দিনে খেলা শেষ হয়ে যাওয়ার পর পিচের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন মাইকেল ভন। প্রাক্তন ইংলিশ অধিনায়ক সোশ্যাল মিডিয়ায় মাটি খুঁড়ে ব্যাট হাতে দাঁড়িয়ে থাকার ছবিও পোস্ট করেন ব্যঙ্গ করার জন্য।
advertisement
চতুর্থ টেস্ট ইংল্যান্ডের হারের পর তিনি মেনে নিয়েছেন ভারত সত্যিই যোগ্য দল হিসেবেই জিতেছে। কিন্তু পাশাপাশি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন কোহলি,রোহিতদের জন্য। আগামী গ্রীষ্মে ইংল্যান্ডে গিয়ে সিম বোলিংয়ের বিরুদ্ধে ভাল ফল করতে পারলে তবেই তিনি মেনে নেবেন এই ভারতীয় দলটাই বর্তমানে সেরা। পাশাপাশি তিনি মনে করেন ভারত যদি এই দাপট লর্ডস, ট্রেন্টব্রিজ অথবা ওভালে দেখাতে পারে, তাহলে সকলের সামনে চ্যালেঞ্জ করার জন্য ভুল স্বীকার করে নেবেন তিনি।
ভারতের মাটিতে ইংল্যান্ড যেমন স্পিন খেলতে গিয়ে নাজেহাল হয়েছে, ইংল্যান্ডের মাটিতে তেমনই অ্যান্ডারসন, ব্রড,আর্চারদের গতির বিরুদ্ধে ভারত সফল হবে না সেটা একপ্রকার নিশ্চিত প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক। কিন্তু ভারতীয় শিবির ভনের কথার জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না। অধিনায়ক বিরাট কোহলি থেকে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় প্রত্যেকেই জানিয়েছেন হোম অ্যাডভান্টেজ সব দল নেয়। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের বেশিরভাগ কথা গ্রাহ্য করতে রাজি নয় টিম ইন্ডিয়া।