শুধু ভন নন, অনেক প্রাক্তন ক্রিকেটার বিরাট কোহলি টেস্ট সিরিজে তিনটি ম্যাচ থাকবেন না শুনে, ভারতকে নম্বর দিতে রাজি ছিলেন না। হতে পারে ক্রিকেট পণ্ডিতদের এই উপেক্ষা জাগিয়ে দিয়েছে ভারতকে। না হলে শুধু বিরাট কেন? শামি থেকে রাহুল, জাদেজা থেকে অশ্বিন - এই চার সিনিয়র ক্রিকেটারের অভাব জুনিয়ররা এভাবে ঢেকে দেবেন কেউ ভাবতে পারেনি। এদিকে প্রাক্তন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা জানিয়েছেন তিনি নিশ্চিত অস্ট্রেলিয়া চেতেশ্বর পূজারাকে নিয়ে প্রচুর হোমওয়ার্ক করেছে। পূজারা এবার একটি অর্ধশতরান ছাড়া বলার মত কিছু করতে পারেননি।
ম্যাকগ্রা মনে করেন ভারতীয় ব্যাটসম্যান প্রত্যেকবার অফ স্টাম্প লাইনে সোজা হয়ে আসা বলে পরাস্ত হচ্ছেন। কামিন্স,লিওন,হ্যাজেলউড প্রত্যেকেই বুঝে গিয়েছেন ওই লাইনে বলে ফেললে পূজারা মারবেন না। কিন্তু ভুল করতে বাধ্য হবেন। সেটাই হচ্ছে বারবার। না হলে দু বছর আগে অস্ট্রেলিয়ায় যিনি ছিলেন ভারতের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান তাঁর এই অবস্থা হওয়ার কথা নয়। দ্বিতীয় ইনিংসে সফল হতে গেলে ভারতীয় ব্যাটসম্যানকে পাল্টা স্ট্র্যাটেজি বের করতেই হবে জানান ম্যাকগ্রা।