TRENDING:

মেক্সিকো বনাম পোল্যান্ড ম্যাচ ড্র, লেভার পেনাল্টি বাঁচিয়ে নায়ক সেই `বুড়ো' ওচোয়া

Last Updated:

Mexico vs Poland match ends in goal less draw as Guillermo Ochoa saves Robert Lewandowski penalty. লেওয়ানদস্কির পেনাল্টি বাঁচিয়ে ম্যাচের নায়ক মেক্সিকো গোলরক্ষক ওচোয়া

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দোহা: পোল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই মেক্সিকো ৪-৩-৩ ফর্মেশনে দল নামিয়েছিল। অর্থাৎ পরিষ্কার তারা প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার পথে হেঁটেছিল। অন্যদিকে পোল্যান্ড ৪-২-৩-১ ছক অবলম্বন করেছিল। অর্থাৎ মাঝখান শক্ত রেখে কাউন্টার অ্যাটাক নির্ভর খেলা ছিল তাদের উদ্দেশ্য। ম্যাচে প্রথম থেকে মেক্সিকানদের দাপট ছিল বেশি। ব্যক্তিগত স্কিল দেখানোর ক্ষেত্রেও এগিয়েছিল তারা।
লেওয়ানদস্কির পেনাল্টি বাঁচিয়ে দিয়ে ম্যাচের নায়ক মেক্সিকো গোলরক্ষক
লেওয়ানদস্কির পেনাল্টি বাঁচিয়ে দিয়ে ম্যাচের নায়ক মেক্সিকো গোলরক্ষক
advertisement

দু দিক থেকে উইং কাজে লাগিয়ে সুন্দর আক্রমণ তুলে আনছিল মেক্সিকো। সেখানে পোল্যান্ডের গোলমেশিন লেওয়ানদোস্কি সেভাবে বল সাপ্লাই পেলেন না। লোজানো এবং ভেগা সুযোগ কাজে লাগাতে পারলে প্রথম কুড়ি মিনিটই এগিয়ে যেতে পারত মেক্সিকো। কিন্তু পোলিশ গোলরক্ষক সেজনির দক্ষতায় সেটা হয়নি। মেক্সিকোর দলের সব আছে, কিন্তু বক্সের মধ্যে ফিনিশ করার মত একজন দক্ষ স্ট্রাইকারের অভাব।

advertisement

অন্যদিকে পোল্যান্ড দলের ক্রিয়েটিভিটি বলতে সেভাবে কিছু নেই। একমাত্র অস্ত্র লেওয়ানদোস্কি। কিন্তু বিশ্বকাপে গোল করতে গেলে তাকে এসিস্ট করার মতো ফুটবলের নেই পোল্যান্ড দলে। মেক্সিকোর রাইট ব্যাক স্যঞ্চেজ ডানদিক থেকে বারবার হানা দিচ্ছিলেন পোল্যান্ডের বক্সে।

কিন্তু সেকেন্ড হাফের শুরু থেকেই কিছুটা চাপ বাড়ানোর চেষ্টা করে পোল্যান্ড। এমনকি ৫৭ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় তারা। মেক্সিকোর ডিফেন্ডার হেক্টর মোরেনো লেওয়ানদস্কিকে বক্সের মধ্যে ফেলে দিলে ভিডিও রেফারেল দেখে পেনাল্টি নির্দেশ দেন রেফারি। কিন্তু বাধা হয়ে দাঁড়ান সেই ওচোয়া। শরীর বাঁদিকে ছুঁড়ে দিয়ে নিখুঁত অনুমান ক্ষমতায় বল আটকে দেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অতিবৃষ্টিতে জলের তলায় বিঘার পর বিঘা কৃষিজমি! ক্ষতিপূরণ নিয়ে বড় আপডেট দিলেন বিডিও
আরও দেখুন

বুঝিয়ে দিলেন ক্যারিয়ারের শেষ লগ্নে পঞ্চম বিশ্বকাপেও তিনি মেক্সিকোর প্রাচীর হয়ে উঠতে পারেন। অতীতে তার হাতে আটকে গিয়েছিল নেইমারের ব্রাজিল। ৭০ মিনিটে জিমেনেজকে নিয়ে আসেন মেক্সিকোর কোচ। কিন্তু গোল তুলে নিতে ব্যর্থ মেক্সিকো। ম্যাচটা অবশেষে ড্র হয়ে গেল। তবে যোগ্যতার বিচারে হয়তো জয় প্রাপ্য ছিল মেক্সিকানদের।

বাংলা খবর/ খবর/খেলা/
মেক্সিকো বনাম পোল্যান্ড ম্যাচ ড্র, লেভার পেনাল্টি বাঁচিয়ে নায়ক সেই `বুড়ো' ওচোয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল