TRENDING:

মেক্সিকান ওয়েবে উড়ে গেল উরুগুয়ে !

Last Updated:

কোপার শুরুটা একেবারেই ভালো হল না টুর্নামেন্টের অন্যতম ফেভারিট উরুগুয়ের ৷ এদিন মেক্সিকোর বিরুদ্ধে তিন গোল হজম করল তারা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেক্সিকো: ৪ (  পেরেরা- ৪' (আত্মঘাতী), মার্কুয়েজ- ৮৫', হেরেরা- ৯০+ )
advertisement

উরুগুয়ে: ১  ( গডিন- ৭৪')

#অ্যারিজোনা: কোপার শুরুটা একেবারেই ভালো হল না টুর্নামেন্টের অন্যতম ফেভারিট উরুগুয়ের ৷ অ্যারিজোনার ফিনিক্স বিশ্ববিদ্যালয়ের মাঠে এদিন মেক্সিকোর বিরুদ্ধে তিন গোল হজম করল তারা ৷

শুরুতেই মেক্সিকোর মনোবল বাড়িয়ে দেয় বিপক্ষের একটি আত্মঘাতি গোল ৷ প্রথমার্ধে মাত্র একটা গোল হলেও দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে উরুগুয়ের হয়ে গোলশোধ করেন দলের তারকা ডিফেন্ডার দিয়েগো গডিন ৷ কিন্তু একেবারে শেষমূহূর্তে যে পরপর দু’গোল হজম করতে হবে ৷ সেটা হয়তো স্বপ্নেও ভাবেনি উরুগুয়ে শিবির ৷ প্রথমে ৮৫ মিনিটে মার্কুয়েজ এবং তারপর ইঞ্জুরি টাইমে হেরেরা আরও একটি গোল করে রূদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় মেক্সিকো ৷

advertisement

চোটের জন্য কোপার প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি উরুগুয়ের এক নম্বর স্ট্রাইকার লুইস সুয়ারেজ৷ ফলে কিছুটা হলেও পিছিয়ে থেকে এদিন শুরু করে উরুগুয়ে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ম্যাচ শুরুর আগে অবশ্য জাতীয় সঙ্গীত বিতর্কে ধাক্কা খায় সংগঠকরা ৷ উরুগুয়ের জাতীয় সঙ্গীতের পরিবর্তে বাজানো হয় চিলির জাতীয় সঙ্গীত ৷  সংগঠকদের পক্ষে অবশ্য এটাকে ‘মানুষের ভুল’ বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
মেক্সিকান ওয়েবে উড়ে গেল উরুগুয়ে !