লা লিগায় এক মরশুমে (২০১৬-১৭) সবচেয়ে বেশি ৮২ গোল হজমের ‘রেকর্ড’টা গিয়ের্মো ওচোয়ার। আবার ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এক মরশুমে সবচেয়ে বেশি সেভের কীর্তিও এ মেক্সিকান গোলরক্ষকের। মেক্সিকো যে পোল্যান্ডের বিপক্ষে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে, তার মূলে ছিলেন ওচোয়াই।
advertisement
সেদিন রবার্ট লেভানডফস্কির পেনাল্টি রুখে দিয়েছিলেন ওচোয়া। ৩৭ বছর বয়সী এই গোলকিপারের সামনে এবার লিওনেল মেসির আর্জেন্টিনা। মালাগা ও গ্রানাডায় খেলেছেন, তাই মেসির খেলার সঙ্গে ভালোই পরিচিতি আছে। ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন তারকাকে নিয়ে আছে মুগ্ধতাও। মেসি তাঁর চোখে ‘ফুটবল ইতিহাসের সেরা যদি না–ও হন, অন্যতম সেরা।
কেন অন্যতম বিশ্বসেরা, সেটির ব্যাখ্যা দিয়েছেন এভাবে, মেসি জাদু জানে। দেখা গেল ম্যাচে সে কিছুই করছে না। কিন্তু হুট করেই মিনিটের মধ্যে একটা গোল করে দিতে পারে। ওচোয়া মনে করেন আজ মেক্সিকোর বিরুদ্ধে আর্জেন্টিনা চাপে থাকবে কারণ তাদের প্রত্যাশা বেশি। মেক্সিকোর এই তরুণ দলটা অনেক হিসেব বদলে দিতে পারে মনে করেন তিনি।
মেসিকে সম্মান করলেও আজ তাকে টপকে ফুটবল সুপারস্টারের গোল করা কঠিন জানিয়ে রাখলেন ওচোয়া। এই লড়াইতে পেছন থেকে দলকে নেতৃত্ব দিতে চান বুড়ো ওচোয়া। অতীতে অনেক দলের মত আজ আর্জেন্টিনাও তার হাতে আটকে যায় কিনা সেটাই দেখার।