১৩ ডিসেম্বর কলকাতায় লিওনেল মেসির সময়সূচি জানতে চেয়ে মেইল করা হয়েছে শাহরুখের টিমের পক্ষ থেকে। এখনো অবধি যা ঠিক আছে যুবভারতীতে ১ ঘন্টা ১০ মিনিটের মতো থাকবেন মেসি। মোহনবাগান বনাম ডায়মন্ড হারবার লেজেন্ড ম্যাচ শেষ হওয়ার পর মাঠে নামবেন বিশ্বজয়ী। দুই দলের ফুটবলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারার পর সময় কাটাবেন খুদে ফুটবলারদের সঙ্গে। এরই মাঝে থাকবে শাহরুখ ও লিও মেসির সাক্ষাৎ পর্ব। হুড খোলা জিপে যুবভারতী ঘুরবেন ভিন্ন পেশার দুই জায়েন্ট ক্রাউড পুলার।
advertisement
এবার যুবভারতীতে মেসির সঙ্গে শাহরুখ খানও
গোট কনসার্টের উদ্যোক্তা শতদ্রু দত্ত বলছিলেন,”মেসির ভক্ত আমি। আর ডিডিএলজে দেখে প্রেমে পড়ে ছিলাম শাহরুখ খানের। দুই মহাতারকাকে এক মঞ্চে আনাটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নটাই ১৩ ডিসেম্বর যুবভারতীতে পূরণ হবে। শাহরুখকে মুম্বাইতে আমন্ত্রণ জানাতেই পারতাম! কিন্তু নিজের শহর কলকাতাকে বঞ্চিত করতে চাইনি! বলতে পারেন শহরবাসীর জন্য এটা রিষড়ার ছেলের ক্রিসমাস গিফট!”
পেলে থেকে মারাদোনা। কাফু থেকে রোনাল্ডিনহো। বিশ্বের তাবড় তারকাকে কলকাতায় এনেছেন শতদ্রু। রিষড়ার রনির এবার মিশন মেসি। নাওয়া-খাওয়া ভুলে আজ মুম্বই, কাল হায়দরাবাদ ছুটে বেড়াচ্ছেন বাংলার এই ক্রীড়া উদ্যোগপতি।
মেসির মতো কিংবদন্তীকে রাজি করালেন কি করে! সেটাও বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে! শতদ্রু বলছিলেন,”লেকটাউন শ্রীভূমিতে মারাদোনার মূর্তি দেখিয়ে ছিলাম মেসির বাবাকে! নরেন্দ্রপুরের পুজোয় মেসির স্ট্যাচুও মন কেড়েছিল বিশ্বজয়ীর। আর তাতেই বাজিমাত বাঙালির।” মেসির কথা বলতে বলতেই মোবাইল বেজে ওঠে শতদ্রু দত্তের। মুম্বাই থেকে মিস পুজার ফোন। কথা সেরেই শতদ্রুর চিৎকার ইউরেকা!
Paradip Ghosh
