দল ভালো ছন্দে। ড্রেসিংরুমে সুস্থ পরিবেশ। কলকাতা লিগে চ্যাম্পিয়নশিপের দৌড়েও রয়েছে ক্লাব। হঠাৎ কথা নেই, বার্তা নেই! সাদা-কালোয় কোচ বদল। বর্তমান থেকে প্রাক্তন কোচ মেহেরাজউদ্দিন ওয়াডু। কারণ? খারাপ পারফরমেন্স কোনওভাবেই বলা যাবে না! ক্লাবে ৫১ শতাংশ শেয়ারের জোরে বিনিয়োগকারীর তুঘলক ইচ্ছাই শেষ কথা! আর তারই বলি মেহেরাজ।
গত মরশুমে আই লিগে দল যখন গাড্ডায়, বহু অনুনয় বিনয়ে এই মেহেরাজকেই দলের দায়িত্ব নিতে রাজি করিয়েছিল সাদা-কালোর বিনিয়োগকারী সংস্থা দীপক সিংয়ের বাঙ্কার হিল। দুই বছরের চুক্তিতে রেড রোড লাগোয়া শতাব্দী প্রাচীন ক্লাবের দায়িত্ব নিয়েছিলেন মেহেরাজ। স্বল্প বাজেটে দল গড়ে চালাচ্ছিলেনও বেশ। ডুরান্ডে গোল পার্থক্যে নক আউট পর্বে যাওয়া যায়নি। কলকাতা লিগের দল অবশ্য ছন্দেই ছিল। দশ ম্যাচের আটটায় জয়। মেহেরাজের কোচিংয়ে তিরিশেরও বেশি গোল করে ফেলেছেন ডেভিড ,ব্যারেটোরা।
advertisement
তারপরেও হঠাৎ করে কোচ বদলের কারণটা কি? কিছুই নয়! সিং সাহেবের মর্জি! হঠাৎ করে চাকরি হারিয়ে মেহেরাজও অথৈ জলে। মহমেডানকে ভালবেসে পরিবার নিয়ে কাশ্মীর থেকে কলকাতায় এসে উঠেছিলেন। কথা নেই, বার্তা নেই, একদিনের নোটিশে কোচের পদ হারিয়ে মেহেরাজের এখন কিংকর্তব্যবিমূঢ় অবস্থা। সন্তানদের ভর্তি করেছেন কলকাতার স্কুলে। চাকরি হারিয়ে বুঝতে পারছেন না, কি করবেন!
আরও পড়ুনঃ Neymar: কবে ভারতে আসছে নেইমার, কত তারিখ মুম্বইয়ের বিরুদ্ধে খেলা, জেনে নিন বিস্তারিত
শেষ খবর পাওয়া অবধি, রুশ কোচ চেরনিশভকেই আবার ফিরিয়ে আনতে চলেছে মহামেডান। চাকচিক্য বেড়েছে। বাইরের ঝলমলানিই সার। মহামেডান আছে মহামেডানেই। আটের দশকের ঘুণ ধরা ময়দানি মানসিকতা বাসা বেঁধে রয়েছে রেড রোড লাগোয়া ক্লাব তাঁবুতে। যার আরও এক জীবন্ত উদাহরণ হয়ে রয়ে গেলেন মেহেরাজউদ্দিন ওয়াডু।