মহম্মদ কাঈফ অবশ্য অলরাউন্ডার হিসাবে ঘরোয়া ক্রিকেটে পরিচিত। বাংলার অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেন শামির ভাই। জুনিয়র স্তরের ম্য়াচে একের পর এক অসাধারণ পারফরম্য়ান্স করছেন কাঈফ। এদিন একটি ম্য়াচের ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শামির ভাই। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, শামির ভাইয়ের সুইং আর পেসের সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন ব্যাটসম্যান। বরোদার বিরুদ্ধে বাংলার অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলছিলেন কাঈফ। সেই ম্যাচের একটি অসাধারণ ডেলিভারি করেন তিনি। তাঁর সুইং বুঝতে পারেনি ব্যাটসম্য়ান। ফলে উইকেট দিয়ে বসেন। এই ম্যাচে তাঁর একের পর এক ডেলিভারি বারবার ব্যাটসম্য়ানদের বিরক্ত করেছে। সেই ভিডিও দেখে অনেকেই তাঁকে জুনিয়র শামি নামে ডেকেছেন। ভারতীয় ক্রিকেট সার্কিটের অনেকে তাঁর বোলিংয়ের সঙ্গে শামির মিল পেয়েছেন।
advertisement
কিছুদিন আগেই বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে অভিষেক হয়েছিল মহম্মদ কাঈফের। তার পর থেকে একের পর এক ম্যাচে দারুন পারফর্ম করছেন তিনি। ভাই বাংলার হয়ে অভিষেক করায় শুভেচ্ছা জানিয়েছিলেন শামি। তিনি জানিয়েছিলেন, তাঁর মতো কাঈফও একদিন ভারতীয় দলের হয়ে খেলবেন।