TRENDING:

এবার আইপিএল নিলাম কাঁপালেন এই সুন্দরী! কে জানেন? কেকেআরের একজন

Last Updated:

Ipl Auction Dubai- জুহিকন্যাই নাকি নিলামে দর হাঁকা কনিষ্ঠতম ব্যক্তিত্ব। জুহি ও তাঁর স্বামী জয় মেহতা কেকেআরের অন্যতন কর্ণধার। ফলে স্বাভাবিকভাবেই তাঁদের মেয়ে জাহ্নবীরও আগ্রহ জন্মায় কেকেআরের প্রতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: দুবাইয়ের জাড্ডায় অনেকের নজর ছিল তাঁর দিকে। কেউ তাঁকে চিনতে পেরেছিলেন, কেউ ভাবছিলেন, কে তিনি! সাধারণত আইপিএল নিলামে গত ২ বছরে সবার নজর থাকত কাব্যা মারানের দিকে। সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম কর্ণধার তিনি। তবে এবার কেকেআরের এক সুন্দরী নজর কাড়লেন।
News18
News18
advertisement

তিনি জুহি চাওলার মেয়ে। ১৯৯৫ সালে ব্যবসায়ী জয় মেহতার সঙ্গে বিয়ে হয় বলিউড অভিনেত্রী জুহির। তাঁদের মেয়ে জাহ্নবীর জন্ম হয় ২০০১ সালে। এখন তাঁর বয়স মাত্র ২৩ বছর। তবে আইপিএল নিলামে জাহ্নবী বসেন ১৭ বছর বয়স থেকে। জুহি চাওলা বারবার বলেছেন, ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ ভাল জাহ্নবী। তিনি মুম্বইয়ের ধীরুভাই আম্বানি স্কুলে পড়েছেন। স্কুলে সেরা ১০ পড়ুয়াদের মধ্যে ছিলেন। এর পর জাহ্নবী পড়াশোনার জন্য চলে যান ইংল্যান্ডে। জাহ্নবী গ্র্যাজুয়েশন করেছেন আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে।

advertisement

আরও পড়ুন- কোটিপতি হওয়ার পরেই ‘বয়স’ বিতর্কে ১৩ বছরের এই ক্রিকেটার! কেন জানুন…

জুহিকন্যাই নাকি নিলামে দর হাঁকা কনিষ্ঠতম ব্যক্তিত্ব। জুহি ও তাঁর স্বামী জয় মেহতা কেকেআরের অন্যতন কর্ণধার। ফলে স্বাভাবিকভাবেই তাঁদের মেয়ে জাহ্নবীরও আগ্রহ জন্মায় কেকেআরের প্রতি। জয় মেহতা যে সংস্থার চেয়ারম্যান তার মূল্য ৪,১৭১ কোটি টাকা। জানা যায়, জাহ্নবীর বাবার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ প্রায় আড়াই হাজার কোটি টাকা। অন্যতম উত্তরসূরি জাহ্নবী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

আইপিএল নিলামের পর অনেকেই জাহ্নবীকে ‘ন্যাশনাল ক্রাশ’ বলতে শুরু করেছেন। তবে বরাবরই প্রচারবিমুখ জাহ্নবী। তাঁকে খুব একটা প্রচারের আলোয় দেখা যায় না। তবে এবার দুবাইয়ের আইপিএল নিলামে কেকেআরের টেবিলে জুহি চাওলার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বাংলা খবর/ খবর/খেলা/
এবার আইপিএল নিলাম কাঁপালেন এই সুন্দরী! কে জানেন? কেকেআরের একজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল