করোনা মহামারির থেকেও ভারতীয় ক্রিকেট দলকে এই মুহূর্তে গলা টিপে ধরেছে চোট মহামারি। শেষ কোন বিদেশ সফরে এসে একসঙ্গে এত ক্রিকেটার চোটের কবলে পড়েছেন মনে করা কঠিন নয়, অসম্ভব ব্যাপার। মিনি হাসপাতালে পরিণত হয়েছে দল। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মজার মিম বেরিয়েছে এই চোটে কাহিল ভারতীয় দলকে নিয়ে। কেউ বলছেন শেষপর্যন্ত না রবি শাস্ত্রীকে ব্যাট হাতে নামতে হয়, কেউ বলছেন সুনীল গাভাস্কার বা কপিল দেবকে ফিরিয়ে আনতে। সচিন, সৌরভদের অনুরোধ করা হয়েছে দলের স্বার্থে মাঠে নামার। রবীন্দ্র জাদেজা ব্যাট এবং বল হাতে দলকে ভরসা দিচ্ছিলেন। অনবদ্য ফিল্ডিং করছিলেন। কিন্তু বুড়ো আঙুলের অস্ত্রোপচারের ফলে ছিটকে গিয়েছেন তিনি।
advertisement
ওই জায়গায় তামিলনাড়ুর তরুণ প্রতিভাবান অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে তৈরি রেখেছে টিম ম্যানেজমেন্ট। নেটে শার্দুল ঠাকুর এবং বাঁহাতি পেসার নটরাজনকে ঘাম ঝরাতে দেখা গিয়েছে। শেষপর্যন্ত যদি বুমরাহ এবং অশ্বিন না খেলতে পারেন তাহলে ওয়াশিংটন এবং নটরাজনের খেলার সম্ভাবনাই বেশি। অবশ্য শার্দুল ব্যাট করতে পারেন। তাই লোয়ার অর্ডার ব্যাটিং গভীরতা বাড়াতে তাঁর কথাও ভাবা হতে পারে।