এমসিসি’ই ক্রিকেটের নিয়মকানুন তৈরি করে। তারা ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি’র কাছে কোনও কিছু সুপারিশ করা মানে তার গুরুত্বই আলাদা। এর আগে চারদিনের টেস্টের ভাবনা গ্রহণ করতে চায়নি বিশ্বের সবচেয়ে পুরনো এবং একদা রক্ষণশীল ক্রিকেট ক্লাব। কিন্তু সৌরভরা অনেকেই জোর দিয়ে বলেন, টেস্ট ক্রিকেটকে বাঁচাতে গেলে চারদিনের না করলে উপায় নেই। সৌরভদের এই ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির বছরে দু’বার সভা হয় ৷ এই কমিটিতে রিকি পন্টিং, ব্রেন্ডন ম্যাকালাম, রামিজ রাজার মতো প্রাক্তন ক্রিকেটাররাও রয়েছেন ৷ শুধু চার দিনের টেস্ট ম্যাচই নয়, ব্যাটের মাপও এবার বেঁধে দিতে চাইছে এমসিসি ৷ অতিরিক্ত চওড়া ও ভারী ব্যাট নিয়ে ব্যাটসম্যানদের ঝুড়ি ঝুড়ি রান করার দিন হয়তো শেষ হতে চলেছে ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 07, 2016 9:33 AM IST