সে সময় বিধায়ক কথা দিয়েছিলেন অশোকনগরের খেলাধুলার মান উন্নয়নে স্টেডিয়ামকে সংস্কার করা হবে এবং কলকাতা লিগের ম্যাচ যাতে এখানে ব্যবস্থা করা যায় তিনি দেখবেন। অবশেষে কথা রাখলেন বিধায়ক নারায়ণ গোস্বামী, অশোকনগরে ফের কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ডিভিশনের খেলা অনুষ্ঠিত হল এদিন।
আরও পড়ুন – Snakes In Jhuli: মতলবটা ঠিক কী! দুই অপরিচিতর অভিসন্ধিটা কী, গ্রামবাসীরা চেপে ধরতেই ঝোলা থেকে বেরোল কেউটে
advertisement
প্রথম খেলায় ভিক্টোরিয়া ক্লাব যাদবপুরকে ১-০ গোলে পরাজিত করে। বিধায়ক নারায়ণ গোস্বামী জানান আগামীতে এই মাঠেই ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ম্যাচ করার আশা রয়েছে। পাশাপাশি কলকাতা ফুটবল লিগের এই ম্যাচ অশোকনগরে দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে। এখন দেখার ফুটবলপ্রেমীদের প্রত্যাশা মত আগামীতে কবে দেখা যায় ইস্টবেঙ্গল মোহনবাগান সহ হাই ভোল্টেজ ম্যাচ। অশোকনগরের বিধানচন্দ্র ক্রীড়াঙ্গন আবারও দর্শকদের পুরনো উন্মাদনা ফিরে পায়।
Rudra Narayan Roy