আরও পড়ুন– ইন্ডিগো বিমানবিভ্রাট ! কষ্টকর ৩০ ঘণ্টা বাস যাত্রা করে ভিলাই থেকে কল্যাণী পৌঁছল বাংলা দল
গত কয়েক বছর ধরে প্রতিযোগিতার সঙ্গে যুক্ত থাকলেও কলকাতার আইপিএল ফ্র্যাঞ্চাইজির স্পনসর নিল না সৌরভ গঙ্গোপাধ্যায় পরিচালিত সিএবি। কিন্তু কেন? কেকেআরের সঙ্গে সিএবির এই দূরত্ব কেন তৈরি হল? সিএবি সূত্রে খবর, এবার বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফেই বিষয়টি নিয়ে নাইট শিবিরের সঙ্গে যোগাযোগ করা হয়নি। এবার পুরোটাই হচ্ছে সংস্থার উদ্যোগে। কারণ গত বছর স্পনসরশিপ সংক্রান্ত বিষয়ে কেকেআরের সঙ্গে মনোমালিন্য হয় সিএবির।
advertisement
আরও পড়ুন– শীতের আমেজ গোটা রাজ্যেই, তাপমাত্রা একই রকম থাকবে, কুয়াশার সতর্কতা সর্বত্রই
নাম প্রকাশে অনিচ্ছুক কর্তার দাবি, ‘‘গত বছর আমাদের সঙ্গে কেকেআর কর্তাদের কিছুটা সমস্যা হয়। আসলে বাংলার ক্রিকেটের উন্নতিতে পাশে দাঁড়িয়ে মেয়র্স কাপ আয়োজনের কথা বললেও আসলে পুরোটাই হত নিজেদের মার্কেটিং। টুর্নামেন্টে জার্সিতে ব্যবহার করা লোগো সংক্রান্ত বিষয় নিয়ে মনোমালিন্য হয়। এছাড়াও টুর্নামেন্টে ওদের একাধিক বিষয়ে অনধিকার প্রবেশ করার মানসিকতা আমাদের পছন্দ হয়নি। এই বছর তাই কেকেআরওকে আর স্পনসর করার বিষয়ে বলা হয়নি। নাইট শিবির থেকেও কোনরকম যোগাযোগ করা হয়নি।’’
সূত্রের দাবি, সিএবি নতুন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় মেয়র্স কাপ আয়োজনে কেকেআরের আর্থিক সাহায্য নিতে চাননি। ঘনিষ্ঠ মহলে বলেন, তিনি নিজেই নতুন স্পনসর জোগাড় করে আনবেন। তবে চলতি বছর এখনও পর্যন্ত কোনও স্পনসর এই টুর্নামেন্টে দেখা যায়নি।
