আমরা দাবি করি, গত ২০ বছরে ভারতীয় ফুটবল এক ইঞ্চিও এগোয়নি। দাবিটা ঠিক না বেঠিক, তা তর্কসাপেক্ষ। তবে ভারতীয় ফুটবলে এবার যা ঘটল, তাতে দাবি করাই যায়, এভাবে চললে আগামী ১০০ বছরেও উন্নতির কোনও লক্ষণ নেই।
আহবাব এফসি এবং রেঞ্জার্স এফসির ম্যাচে এমন ঘটনা ঘটল, যা দেখে আপনিও মনে মনে প্রচণ্ড ক্ষুব্ধ হবেন হয়তো! কলকাতা ময়দানে ভিক্টোরিয়া গড়াপেটার ঘটনা এখনও অনেকের মনে আছে নিশ্চয়ই। সেই ম্যাচে ২২৬টি গোল হয়েছিল। তবে সেবার কোনও ফুটবলার নিজের গোলের জালে বল জড়াননি।
advertisement
আরও পড়ুন- সৌরভ তাঁর ‘পুরনো প্রেম’! দাদাকে ‘স্বামী’ বলে ভাবতেন এই মেয়ে! কোনও রাখঢাক নেই
সম্প্রতি দিল্লি ফুটবল লিগে যে কাণ্ডটা ঘটল, তা দেখে আপনার রীতিমতো রাগ হবে। একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, আহবাব এফসি এবং রেঞ্জার্স এফসির ম্যাচে নিজের গোলের জালেই বল জড়ালেন ফুটবলাররা।
ভারতীয় ফুটবলের বিদ্রোহী কর্তা রঞ্জিত বাজাজ এই ভিডিও সবার প্রথমে শেয়ার করেন। তার পর সেই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। আহবাব এফসি-র এক ডিফেন্ডার নিজের গোলেই বল জড়িয়ে দেন। তাও ম্যাচের প্রায় শেষের দিকে।
আরও পড়ুন- Retirement: বঞ্চনার শিকার! দীর্ঘ দিন পাননি সুযোগ, অবসর ঘোষণা ভারতীয় ক্রিকেটারের
ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেও আশ্বাস দিয়েছেন, এই ঘটনার জন্য তদন্ত কমিটি হবে। তেমন হলে দিল্লি ফুটবল সংস্থাকে নির্বাসিত করা হতে পারে। ওই ক্লাবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাদের আজীবন নির্বাসিত করা হতে পারে।