TRENDING:

'বাংলাদেশের জন্যই করে খাচ্ছে আইপিএল', মাশরাফির বিস্ফোরক দাবিতে হইচই

Last Updated:

Mashrafe bin mortaza on ipl; আইপিএলের নাকি বাংলাদেশের উপর নির্ভর করতে হয়! এটা কী বলে ফেললেন ওপার বাংলার কিংবদন্তি ক্রিকেটার!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হাতে গোনা কয়েকজন বাংলাদেশী ক্রিকেটার খেলেছেন আইপিএলে। তবুও বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক দাবি করে বসলেন, বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয়তা ভাঙিয়ে খাচ্ছে আইপিএল!
advertisement

আঙুর ফল টক। ব্যাপারটা কি তা হলে সেরকমই! কারণ, আইপিএলের যা জনপ্রিয়তা তাতে বাংলাদেশ ক্রিকেটের জনসমর্থনের উপর নির্ভর করতে হয় না। বিশ্বের যে কোনও ক্রিকেট খেলিয়ে দেশের তারকারা এই লিগে খেলার জন্য মুখিয়ে থাকেন। এদিকে, বাংলাদেশের ক্রিকেটাররা সেভাবে খেলার সুযোগ পান না আইপিএলে।

আরও পড়ুন- বাঙালি হচ্ছে KKR, বিরিয়ানিতে আলুর মোক্ষম আবেগ ছুঁয়ে এত্ত বড় কথা বলে দিল

advertisement

মাশরাফি বিন মোর্তাজা দাবি করেছেন, আইপিএল কর্তৃপক্ষ লিগের প্রচারের জন্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের দিকে তাকিয়ে থাকে। যদিও এই দাবির কোনও যুক্তি তিনি দিতে পারেননি সেভাবে।

বাংলাদেশের ক্রিকেটাররা কমই সুযোগ পান আইপিএলে। হাতে গোনা কয়েকজন। এবার যেমন শাকিব, লিটন দাস খেলার সুযোগ পেয়েছিলেন কেকেআরে। তবে শাকিব খেলবেন না। লিটন দলের সঙ্গে যোগ দিয়েছেন। এই লিটনের আইপিএলে খেলা নিয়েই প্রশ্ন করা হয়েছিল মাশরাফিকে।

advertisement

মাশরাফি বলেন, ''লিটনের আইপিএল খেলা নিয়ে বেশি ভাবছি না। মুস্তাফিজুর একটা সময় চাটার্ড বিমানে করে আইপিএল খেলতে গিয়েছিল। অথচ কটা ম্যাচে খেলার সুযোগ পেয়েছিল! ওই লিগে অনেক কিছু হয়। সমাজমাধ্যমে যা যা দেখি সেগুলি নিয়ে সব সময় উত্তেজিত হওয়ার মানে হয় না।''

আরও পড়ুন- সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের হারের ৫ কারণ, যেগুলি না শোধরালে বিপদ

advertisement

তিনি আরও বলেন, ''বাংলাদেশ ক্রিকেটের একটা বিরাট জনসমর্থন রয়েছে। আইপিএল কর্তৃপক্ষ আসলে সেটা ব্যবহার করতে চায়। বাংলাদেশের ক্রিকেটারদের যথেষ্ট যোগ্যতা আছে। ওদের আরও বেশি করে আইপিএলে সুযোগ পাওয়া উচিৎ। কিন্তু সেটা হয় না। তাই আমাদের অন্তত আইপিএল নিয়ে বেশি না ভাবাই ভাল।''

বাংলা খবর/ খবর/খেলা/
'বাংলাদেশের জন্যই করে খাচ্ছে আইপিএল', মাশরাফির বিস্ফোরক দাবিতে হইচই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল