TRENDING:

কমনওয়েলথের দশম দিনে পরপর সোনা ভারতের

Last Updated:

কমনওয়েলথ গেমস-এর দশম দিনে শুরুতেই সুখবর। পরপর সোনা জয় ভারতীয়দের। দিনের শেষে হাসি হাসলেও দিনের শুরুতেই খারাপ খবর আসে ভারতীয় মহিলা হকি দল ইংল্যান্ডের কাছে ০-৬ হেরে ব্রোঞ্জ পদকের সম্ভাবনা যখন শেষ হয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গোল্ড কোস্ট: কমনওয়েলথ গেমস-এর দশম দিনে শুরুতেই সুখবর। পরপর সোনা জয় ভারতীয়দের। দিনের শেষে হাসি হাসলেও দিনের শুরুতেই খারাপ খবর আসে ভারতীয় মহিলা হকি দল ইংল্যান্ডের কাছে ০-৬ হেরে ব্রোঞ্জ পদকের সম্ভাবনা যখন শেষ হয়  ৷
advertisement

মহিলাদের ৪৮ কেজি বিভাগে বক্সিংয়ে সোনা জিতলেন মেরিকম। ৫২ কেজি বক্সিংয়ে সোনা জয় গৌরব সোলাঙ্কির। ৫০ মিটার রাইফেল ও ফ্রি স্টাইল কুস্তিতে সোনা জয় সঞ্জীভ রাজপুত, সুমিত মালিকের। নীরজ চোপড়া জাভলিনে ভারতের সোনা জয়ের স্বপ্নপূরণ করেন ৷  প্রথম ভারতীয় হিসাবে সোনা জেতেন ৷

উত্তর আয়ারল্যান্ডের ক্রিষ্টিয়ানা ও হারাকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন মেরি। ফাইনালে কার্যত একতরফা ভাবেই জেতেন তিনি। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ও একাধিকবার এশিয়া চ্যাম্পিয়ন মেরিকম ২০১২  অলিম্পিকে প্রথম বোঞ্জ জেতেন। এরপর তাঁর জয়ের ধারা অব্যাহত ছিল ৷ শনিবারও কমনওয়েলথ গেমসেও অপ্রতিরোধ্য ছিলেন মেরিকম।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এখনও পর্যন্ত কমনওয়েলথ গেমসে ভারতের মোট মেডেল সংখ্যা ৪৬।  এর মধ্যে রয়েছে ২৩ টি সোনা, ১১টি রুপো ও ১৪টি ব্রোঞ্জ।

বাংলা খবর/ খবর/খেলা/
কমনওয়েলথের দশম দিনে পরপর সোনা ভারতের