TRENDING:

Ciro Ferrara Tribute To Maradona: অন্য দুনিয়ায় থাকা মারাদোনার সঙ্গে কথা বললেন প্রিয় বন্ধু! অসাধারণ এক শ্রদ্ধার্ঘ দেখুন

Last Updated:

Diego Maradona: এক বছর আগে আজকের দিনেই পরলোকে পাড়ি দেন মারাদোনা। কিন্তু প্রয়াত মারাদোনার সঙ্গে অবলীলায় কথা বলে গেলেন তাঁর বন্ধু!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বুয়েনস আইরেস: আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী। কিন্তু এখনও যেন গোটা বিশ্ব বিশ্বাসই করতে পারেন না, দিয়েগো মারাদোনা আর বেঁচে নেই! তবে কঠিন বাস্তব মেনে নিতে হয় বেশিরভাগ সময়। আর মারাদোনার না থাকাটা ক্রীড়াপ্রেমীদের কাছে সেই কঠিন বাস্তব।
advertisement

মারাদোনার মৃত্যুদিন আজ। গত বছর আজকের দিনেই গোটা বিশ্বকে অবাক করে পরলোকে চলে গিয়েছিলেন মারাদোনা। বছর ঘুরে গেল। কিন্তু এখনও মারাদোনার স্মৃতি যেন টাটকা। ১৯৮৪ থেকে ১৯৯১ সময়ের মধ্য়ে নাপোলি ক্লাবকে শীর্ষে তুলেছিলেন মারাদোনা। সেই কথা এখনও আর্জেন্টাইন সমর্থকদের মুখে মুখে ফেরে। সেই সময় নাপোলিতে মারাদোনার অন্তরঙ্গ বন্ধু ছিলেন চিরো ফেরারা। মারাদোনার প্রথম মৃত্যুবার্ষিকীতে এই চিরো ফেরেরাই প্রিয় বন্ধুকে অসাধারণ শ্রদ্ধার্ঘ জানালেন।

advertisement

আরও পড়ুন- দু'পাশে দু'জন বাঘা রক্ষী! রোনাল্ডোর নিরাপত্তা এই যমজ ভাইদের হাতে

চিরো ফেরারা নামটা অনেকের কাছে অজানা হযতো{  পাঁচবার সিরি ‘আ’ জিতেছেন। জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। ইতালির হয়ে ৪৯ টি ম্যাচ খেলেছেন এই তারকা ফুটবলার। জিতেছেন কোপা ইতালিয়া। তবউও নাপোলিতে দিয়েগো মারাদোনার সঙ্গে কাটানো সময়টাকেই কেরিয়ারের সেরা বলে মনে করেন ফেরারা।

advertisement

৫৪ বছর বয়সী ফেরারা এবার তাঁর প্রিয় বন্ধুকে মৃত্যুদিনে শ্রদ্ধা জানালেন। ‘হো সিন ডিয়েগো’ নামের একটি বইও মারাদোনাকে নিয়ে লিখেছেন ফেরারা। সেই বইতে আর্জেন্টাইন তারকাকে নিয়ে অনেক অজানা কথাও লিখেছেন তিনি। এদিন ফেরারা যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাতে রয়েছে ৮৬-র বিশ্বকাপজয়ী মারাদোনার সঙ্গে তাঁর কল্পনিক কথোপকথন। তবে সেটা এতটাই আবেগপ্রবণ যে ক্রীড়াপ্রেমীরা হয়তো চোখের জল আটকাতে পারবেন না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

সঙ্গীত তো রয়েইছে। সেইসঙ্গে এই শ্রদ্ধার্ঘে মারাদোনাকে নিয়ে অনেক কথা বলেছেন ফেরারা। আর সেই কথা বলার আদল ব্যাপারটাকে আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছে। পাঁচ মিনিটের এই ভিডিও। এমনভাবে তিনি কথা বললেন যেন ক্যামেরার ওপারে রয়েছেন স্বয়ং মারাদোনা। মারাদোনাকে যেন অনেক না বলা কথাই সহজে বলে ফেললেন ফেরারা। তবে সেসব শোনার জন্য মারাদোনা আর সশরীরের উপস্থিত ছিলেন না।

বাংলা খবর/ খবর/খেলা/
Ciro Ferrara Tribute To Maradona: অন্য দুনিয়ায় থাকা মারাদোনার সঙ্গে কথা বললেন প্রিয় বন্ধু! অসাধারণ এক শ্রদ্ধার্ঘ দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল