স্বাধীনতার পরবর্তী ইতিহাসে তারা মাত্র দুবার জায়গা পেয়েছে রঞ্জি ট্রফির সেমি ফাইনালে। এরকম প্রতিভায় পরিপূর্ণ রাজ্যের ব্যর্থতার কারণ জিজ্ঞেস করা হয় জম্মু ও কাশ্মীরের এক প্রশিক্ষক ও প্রাক্তন ক্রিকেটারকে। প্রাক্তন জম্মু ও কাশ্মীর অধিনায়ক সলিমুল্লাহ বেইঘ মনে করছেন জম্মু কাশ্মীরের ক্রিকেটীয় সাফল্য না আসার পিছনে সবথেকে বড় কারন পরিকাঠামোর অভাব।
advertisement
আরও পড়ুন - 'নেইমারকে রাখলে পিএসজি ছেড়ে দেব' ক্লাবের মালিককে খোলা শর্ত দিলেন এমবাপে
ভাল ব্যাটসম্যান এবং ভালো স্পিনার তৈরি করার জন্য প্রয়োজন হয় পরিকাঠামোর কিন্তু ফাস্ট বোলিংয়ের জন্য শুধু প্রতিভাটাই যথেষ্ট। তিনি মনে করছেন তার রাজ্যের ছেলেদের খাদ্যাভাসই মূল কারণ যার জন্য পেস বোলিংয়ে এত দক্ষ তারা। তিনি বললেন, জম্মু ও কাশ্মীর সবসময় ফাস্ট বোলারে সমৃদ্ধ। আমাদের ক্রিকেট ইতিহাস দেখলে বোঝা যাবে রঞ্জি এবং ঘরোয়া ক্রিকেটে ৯০% ম্যাচ আমরা জিতেছি তার মূল অবদান আমাদের ফাস্ট বোলারদের।
আমাদের ব্যাটিং এবং স্পিন বোলিং সবসময় দুর্বল ছিল বিপক্ষের থেকে, কিন্তু ফাস্ট বোলিংয়ে আমরা শীর্ষে। তাকে জিজ্ঞেস করা হয় ভারতীয় ক্রিকেটে জম্মু কাশ্মীর থেকে আসা ফাস্ট বোলার দেখতে পাওয়া যায় না কেনো। যার উত্তরে বেইঘ জানান নির্বাচকরা নজর দেয় না জম্মু ও কাশ্মীরের প্লেয়ারদের ওপর, তারা সবসময় দিল্লী মুম্বই কর্ণাটক থেকে বেছে নেয় প্লেয়ার।
রঞ্জি ট্রফি পাতি গ্রুপের ম্যাচ তাকিয়ে দেখে না কোনো নির্বাচকই। তিনি বললেন সব থেকে বেশি হয়তো জোনাল স্তরে খেলার জায়গা পেত এখানকার বোলাররা, কিন্তু সেই দলের অধিনায়করা হত দিল্লির, যার জন্য কখনও জম্মু কাশ্মীরের প্লেয়ারদের নাম উল্লেখ করতেন না তারা।
জম্মু কাশ্মীরের কয়েকজন প্রতিভাবান বোলারের নাম জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, মুজতবা ইউসুফ - আমি তার বোলিং অ্যাকশন এবং রান আপ পছন্দ করি। শাহরুখ দার - তিনি ইতিমধ্যেই সানরাইসার্স হায়দ্রাবাদের নেট বোলার। তিনি দুদিকেই বল সুইং করাতে পারেন। উমরান যেভাবে নাম করেছে সেটা দেখে ভবিষ্যতে ভারতীয় দলের জন্য জম্মু-কাশ্মীর থেকে আরও ফাস্ট বোলার উঠে আসবে মনে করেন সলিমুল্লাহ।