আরও পড়ুন: ‘শাক দিয়ে মাছ ঢাকছে, ইচ্ছাকৃত ভাবে অপমান!’ কলকাতায় ফিরেও অনড় মমতা
ফাইনালেও ছন্দ অব্যাহত রাখলেন মনু ভাকের। ফাইনালে প্রথম এবং দ্বিতীয় স্থানে শেষ করলেন দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী। প্রথম স্থানে ও ইয়ে জিন পেলেন ২৪৩.২ পয়েন্ট, দ্বিতীয় স্থানে শেষ করা কিম ইয়ে জির সংগ্রহ ২৪১.৩ পয়েন্ট। তৃতীয় স্থানে মনু ভাকেরের সংগ্রহ ২২১.৭ পয়েন্ট।
advertisement
আরও পড়ুন: বাংলাকে টুকরো টুকরো করার পরিকল্পনা! দিল্লি যাওয়ার পথে বিস্ফোরক মমতা
মনু ভাকেরকে নিয়ে স্বপ্ন ছিলই। গত বছর টোকিও অলিম্পিক্সে পিস্তলের সমস্যার জন্য ফাইনালে উঠতে পারেননি মনু। গত বছর ২৫ মিটার বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন মনু, তাই তাঁর হাত ধরে এবার অলিম্পিক্সে প্রথম পদক জিতল ভারত। সেই সঙ্গে শুটিংয়ে ভারতের প্রথম প্রথম মহিলা প্রতিযোগী হিসাবে পদক আনলেন মনু ভাকের। কোয়ালিফাইং রাউন্ডে মনু ভাকের ছাড়াও লড়াইয়ে ছিলেন ভারতের প্রতিযোগী রিদম সঙ্গওয়ান। কিন্তু ফাইনালে উঠতে পারেননি রিদম। তবে ফাইনালে উঠেই পদক জেতা নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন মনু। অবশেষে ব্রোঞ্জ জিতে দেশবাসীর স্বপ্নপূরণ করলেন ভারতীয় শুটার।