আরও পড়ুন - Sourav Ganguly Legacy : বোর্ড সভাপতি হিসেবে আমি সফল কিনা বিচার করবে জনগণ! অকপট সৌরভ
পারফরম্যান্সের নিরিখে অনেক আগেই শেষ হয়েছে নক-আউটের আশা। তাই আগামী মরশুমে দল গঠনের জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করে দেওয়া উচিত লাল-হলুদ কর্তাদের। এমনটাই পরামর্শ দিল ভাস্কর গাঙ্গুলি, প্রশান্ত ব্যানার্জি, অলোক মুখার্জি, বিকাশ পাঁজি সহ ১১ জন প্রাক্তন ফুটবলারদের নিয়ে গড়া কমিটি। তাঁদের বার্তা, ভুল থেকে শিক্ষা নিয়েই নতুন মরশুমের দল গঠনে নজর দিক কর্তারা।
advertisement
আরও পড়ুন - MS Dhoni Atharva Novel : নতুন ওয়েব সিরিজে ধোনি যেন বাহুবলী! অথর্ব লুকে ঝড় তুললেন মাহি
সাংবাদিক সম্মেলনে মনোরঞ্জন ভট্টাচার্য জানান, তাড়াহুড়ো করে আইএসএলে খেলতে গিয়ে হয়তো ভুল করেছে ক্লাব। বর্তমান ইনভেস্টরের কাছে অনেক প্রত্যাশা ছিল আমার। তবে দল গঠন নিয়ে তাদের মনোভাব মোটেই ভালো লাগেনি। আইএসএলে দু’টি মরশুম মিলিয়ে এখনও পর্যন্ত ৩৫টি ম্যাচ খেলে মাত্র চারটিতে জিতেছে দল। ড্র করেছে ১৫টিতে। হার ১৬টি ম্যাচে।
ক্লাবের ১০১ বছরের ইতিহাসে গত ১৭ মাসই সবথেকে কালো অধ্যায়। মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়। তাই আমরা সচিবকে চিঠি দিয়ে বলেছি, ক্লাবের সামর্থ্য অনুসারে টিম করা হোক। আমরা ইনভেস্টরের বিরুদ্ধে নই। কিন্তু যে সিস্টেমে দল চালানো হচ্ছে তার বিরুদ্ধে। ইস্টবেঙ্গলের ঐতিহ্যের কথা মনে রেখে ইনভেস্টর কিংবা স্পনসরের সঙ্গে সমন্বয় সাধন করে ভাল দল গড়া হোক।
স্রেফ অংশগ্রহণের জন্য আইএসএলে খেলে কোনও লাভ নেই। এই ব্যাপারে ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা জানান, প্রাক্তন ফুটবলারদের চিঠি পেয়েছি। পরবর্তী কর্মসমিতির সভায় তা নিয়ে আলোচনা হবে। তবে প্রাক্তনরা চান হাতে থাকা পাঁচটি ম্যাচ জিতে নিজেদের সম্মান কিছুটা উদ্ধার করুক হীরা মণ্ডল, রফিক, অমরজিৎরা।