আরও পড়ুন - Rishabh Pant : নিজে চূড়ান্ত ফ্লপ ব্যাট হাতে! হারের দায় স্পিনারদের ওপর চাপালেন ঋষভ পন্থ
রঞ্জি ট্রফির কোয়ার্টার-ফাইনালে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেছিলেন মনোজ তিওয়ারি। দ্বিতীয় ইনিংসে ১৮৫ বলে ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন ‘মন্ত্রীমশাই’। তবে চোটের কারণে সেমি-ফাইনালে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। ঝাড়খন্ডের বিরুদ্ধে ব্যাটিংয়ের সময় হাঁটুতে চোট পান তিনি।
advertisement
হাঁটু ফুলে থাকায় রবিবার অনুশীলন করেননি তিনি। যদিও এমআরআই রিপোর্টে তেমন কিছু ধরা পড়েনি। এই প্রসঙ্গে বাংলার কোচ অরুণ লাল বলেন, ওর হাঁটু ফুলে রয়েছে। তবে চোট খুব একটা গুরুতর নয়। সোমবার অনুশীলনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সহজে হাল ছাড়তে নারাজ মনোজও।
ফোনে তিনি জানান, সেমি-ফাইনালে মাঠে নামার জন্য মন ছটফট করছে। কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে হাঁটুর চোট। সোমবার কেমন থাকি, তার উপর সব কিছু নির্ভর করছে। শেষ চারের লড়াইয়ে মধ্যপ্রদেশের মুখোমুখি বাংলা। আলুরে খেলা শুরু ১৪ জুন। দুরন্ত ছন্দে থাকলেও প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন অরুণ লাল।
বাংলা কোচের কথায়, এই পর্যায়ে কোনও দলকেই হাল্কাভাবে নেওয়া উচিত নয়। রজত পাতিদার, কুমার কার্তিকেয়ারা ফর্মে রয়েছে। তবে সেরাটা উজাড় করে দিতে পারলে জিততে অসুবিধা হবে না। পিচে স্পিনাদের জন্য যথেষ্ট সুবিধা মজুত রয়েছে বলে ধারণা বাংলার। শেষ চারের লড়াইয়ে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে নামার ভাবনা রয়েছে।
তাই দলে আসতে পারেন ঋত্বিক চ্যাটার্জি। কিন্তু অভিজ্ঞতার কথা মাথায় রেখে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালানো হবে মনোজকে মাঠে নামানোর। কারণ এই পর্যায়ে তার অভিজ্ঞতা এখনও বাংলা দলের সম্পদ। মধ্যপ্রদেশকে নিয়ে হোমওয়ার্ক করে রেখেছেন অরুণ লাল। তিনি আশাবাদী নিজেদের দক্ষতার সবটা উজাড় করে দেবে তার ছেলেরা।