২০২২-২৩ ক্রিকেট মরশুমে রঞ্জি ট্রফিতে রানার্স হওয়ার পর আচমকা অবসর নিয়ে ফেলেছিলেন মনোজ। তবে সেই সময় বউয়ের বকা এবং সিএরি কর্তাদের অনুরোধে অবসর ভেঙে ফিরেছিলেন মনোজ। চলতি মরশুমে বাংলা দলকে নেতৃত্ব দেন। তবে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাংলা। অবসর ভেঙে ফেরার সময় মনোজ ঘোষণা করেছিলেন এক বছরই ক্রিকেট খেলবেন। ফলে বিহার ম্যাচের পর সিদ্ধান্ত অনুযায়ী অবসর নিয়ে নেন। সিএবি-র পক্ষ থেকে মনোজের ফেয়ারওয়েল আয়োজন করা হয়। এই পর্যন্ত বিষয়গুলো সব ঠিকই ছিল। তবে ফের ক্রিকেট মাঠে ফিরছেন মনোজ, এই খবর প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে। এবং এটা ঠিক, সত্যিই ক্রিকেট মাঠে আবার দেখা যাবে মনোজ তিওয়ারিকে। তবে অবসর ভেঙে ফেরা নয়, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আগামী জুন মাসে ফের ব্যাট হাতে নামবেন মনোজ।
advertisement
আরও পড়ুন– শাটার বন্ধ হলেই আসল ব্যবসা শুরু, মোটা টাকা কামানোর কৌশল ধরা পড়ল পুলিশের জালে
সিএবি-র সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত। আসলে সিএবি পরিচালিত প্রথমবার আয়োজিত হতে চলা বেঙ্গল প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএলের মঞ্চে ক্রিকেট খেলতে দেখা যাবে মনোজকে। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ‘‘প্রথমবার আইপিএলের ধাঁচে বেঙ্গল প্রিমিয়ার লিগ আয়োজিত হবে। সেখানে আমি আইকন প্লেয়ার হিসেবে রয়েছি। এখন থেকেই বলে দিচ্ছি টুর্নামেন্টের প্রমোশনের জন্য এক বছরের জন্যই খেলব। আট জন আইকন প্লেয়ার রয়েছেন। সেখানে আমার নামও রয়েছে। সেই টুর্নামেন্টে শুধু খেলব বলে ঘোষণা আগেই করেছিলাম। তবে বাংলার হয়ে আর খেলার কোনও সম্ভাবনা নেই।’’
আরও পড়ুন– রাশিফল ২৯ ফেব্রুয়ারি; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
একদমই তাই, মনোজ বাংলার হয়ে আর খেলবেন না। তিনি শুধু এক বছরের জন্য বিপিএল খেলতে চান। আসলে সিএবি কর্তারাও প্রথম বছর টুর্নামেন্টের প্রচারের কাজে মনোজকে ব্যবহার করতে চান। বাংলার হয়ে খেলে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০ হাজার রান করেছিলেন মনোজ। টেস্ট ম্যাচ না খেলেও এত রান করার জন্য বাংলার সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে মনোজ তিওয়ারি থাকবেন বলে জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মনোজের বিদায় মঞ্চে উপস্থিত হয়েছিলেন বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা। জমকালো সেই অনুষ্ঠান মঞ্চে ক্রিকেটকে বিদায় জানানোর কথা বলতে গিয়ে চোখে জল চলে আসে মনোজ তিওয়ারির।
রঞ্জি ট্রফি জিততে না পারার আক্ষেপ তাঁর গলায় শোনা যায়। যদিও কোচ হিসেবে ভবিষ্যতে ঘরোয়া ক্রিকেটের এই সর্বোচ্চ টুর্নামেন্ট জিততে চান মনোজ। তবে আপাতত চিন্তাভাবনায় আসন্ন লোকসভা ভোটে দলের হয়ে প্রচার এবং জুন মাসে বিপিএল। বাংলার হয়ে খেলা ছাড়লেও প্রথমবার আয়োজিত হওয়া এই মেগা টুর্নামেন্ট জিততে মরিয়া মনোজ। লোকসভা ভোটের প্রচার হয়ে গেলে ফের অনুশীলনের নামতে চান মনোজ।