ক্রীড়ামন্ত্রকের ১২ জন সদস্যের দল এই পাঁচ জন খেলরত্ন পাচ্ছেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই নিয়ে দ্বিতীয়বার এমন হল যখন এতজন একসঙ্গে খেলরত্ন পাচ্ছেন৷
শাটলার পিভি সিন্ধু, জিমন্যাস্ট দীপা কর্মকার,শ্যুটার জিতু রাই, কুস্তিগির সাক্ষী মালিক ২০১৬ সালে রাজীব গান্ধি খেলরত্ন সম্মান ভূষিত হয়েছিলেন৷ ৩৩ বছরের রোহিত চতুর্থ ক্রিকেটার হিসেবে এই দারুণ সম্মান পাচ্ছেন৷ প্রথম এই সম্মান ক্রিকেটার হিসেবে পেয়েছিলেন সচিন তেন্ডুলকর৷ এছাড়াও সদ্য অবসরপ্রাপ্ত মহেন্দ্র সিং ধোনি পেয়েছিলেন খেলরত্ন৷ এছাড়া এই সম্মান পেয়েছেন বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি৷
advertisement
তেন্ডুলকর ১৯৯৮ সালে রাজীব গান্ধি খেলরত্ন পেয়েছিলেন৷ ধোনি পেয়েছিলেন ২০০৭ সালে, ২০১৮ তে পেয়েছিলেন বিরাট কোহলি৷ সে সময় ভারোত্তলক মীরাবাই চানু -র সঙ্গে এই সম্মান পেয়েছিলেন৷
এবারের নির্বাচক কমিটিতে রয়েছেন বীরেন্দ্র সেহওয়াগ প্রাক্তন হকি অধিনায়ক সর্দার সিং, সাই (SAI)-র সদর দফতরে বসে বৈঠক৷ রোহিত জাতীয় দলের হয়ে একাধিক দুরন্ত পারফরম্যান্স করেছেন৷ অন্যদিকে ভিনেশ ২০১৮ -র কমনওয়েলথ গেমসে ও এশিয়ান গেমসে সোনা পেয়েছিলেন৷ ২০১৯ এ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন৷
থাঙ্গাভেলু ২০১৬ সালে রিও প্যারা অলিম্পিক্সে T42 high jump ক্যাটাগরিতে সোনা জিতেছিলেন তিনি৷ T42 হল অ্যাথলিট হলেন তাঁরা যাঁদের হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে৷ এই শারীরিক ভাবে পিছিয়ে থাকা মানুষরা এই বিভাগের প্রতিযোগিতায় অংশ নেন৷
তারকা প্যাডলার মনিকা ২০১৮ -র দারুণ পারফরম্যান্সের জন্য এই সম্মান পেলেন৷ ওই বছর তিনি কমনওয়েলথ গেমসে সোনা পেয়েছিলেন৷ তাছাড়াও মহিলাদের সিঙ্গলসে তিনি এশিয়ান গেমসে ব্রোঞ্জ পেয়েছিলেন ৷
অর্জুন পুরস্কার পাচ্ছেন তারকা অ্যাথলিট দ্যূতি চাঁদ, শ্যুটার মানু ভাকর, ক্রিকেটার ইশান্ত শর্মা ও দীপ্তি শর্মা - সহ ২৭ জন ৷ দেখে নিন তালিকা৷
এছাড়া দ্রোণাচার্য সম্মান পেয়েছেন ১২ জন কোচ৷ এই তালিকার উল্লেখযোগ্য নাম তিরন্দাজিতে ধর্মেন্দ্র তিওয়ারি, অ্যাথলেটিক্সে পুরুষোত্তম রাই, হকিতে রমেশ পাঠানিয়া , শ্যুটিংয়ে যশপাল রানা উল্লেখযোগ্য৷