২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি৷ তিনি আহমেদাবাদে ফাইনাল ম্যাচ দেখতে পৌঁছননি৷ তাহলে ধোনি কী করছিলেন? তিনি বিশ্বকাপের ফাইনাল ম্যাচও দেখেননি?
advertisement
মহেন্দ্র সিং ধোনি এই উত্তরাখণ্ডে নিজের পৈতৃক গ্রামে রয়েছেন৷ তিনি নিজের কুলদেবতার মন্দিরে গিয়ে পুজো দেন৷ রবিবার টিম ইন্ডিয়া যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলছিল তখন তিনি নৈনীতালে ছিলেন৷
এখানে পরিবার ও বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি৷ রবিবার ১৯ নভেম্বর মহেন্দ্র সিং ধোনি-র স্ত্রী সাক্ষীর জন্মদিন৷ তাই মেয়ে জিভাকে সঙ্গে নিয়ে কেক কাটছিলেন তিনি৷ যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে৷
এছাড়াও ম্যাচের দিন ধোনি বন্ধুদের সঙ্গে বসে খেলা দেখছেন এই একটা পোস্টও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷
যেখানে ধোনি বন্ধুদের সঙ্গে আরামে বসে খেলা দেখছেন৷ এই মুহূর্তে ধোনি ব্রেকে রয়েছেন এবং আইপিএলের মজা নিচ্ছেন৷ তাঁর সব কিছুই ভাইরাল হয়েছে৷