TRENDING:

LSG: ইডেনে মোহনবাগানের জার্সিতে আইপিএল খেলবে লখনউ? নতুন চমকের ভাবনা সঞ্জীব গোয়েঙ্কার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আইপিএলের মাঠে এবার মোহনবাগানের সবুজ মেরুন জার্সি দেখা যাবে। কল্পনা নয়, এমনটাই সত্যি হতে চলেছে ইডেনে। কলকাতার ক্রিকেট সমর্থকদের কতটা কাছের দল কেকেআর? এই প্রশ্ন উঠতেই পারে। শাহরুখ খান কলকাতার প্রিয় মানুষ সন্দেহ নেই। তার দলকে কলকাতা ভালবাসবে সেটাই স্বাভাবিক। কিন্তু বছরের পর বছর খারাপ দল তৈরি করে নাইটদের ব্যর্থতা শহরের ক্রিকেট প্রেমীদের কিছুটা হলেও কেকেআরের থেকে দূরে করে দিয়েছে।
মোহনবাগান জার্সিতে খেলবে 
লখনউ?
মোহনবাগান জার্সিতে খেলবে লখনউ?
advertisement

চলতি মরশুমেই চেন্নাই সুপার কিংস ম‌্যাচে পুরো হলুদ হয়ে গিয়েছিল ইডেন। কেকেআরের সোনালি-বেগুনি ছেড়ে। ২০ মে’র ইডেনে যদি আবার সে রকম কিছু হয়, জনসমর্থন যদি ফের দু’ভাগ হয়ে যায়, আশ্চর্যের কিছু থাকবে না। সবুজ-মেরুন যে মোহনবাগানের রং। সবুজ-মেরুন যে চিরকালীন এক আবেগের রং! ২০ মে শহরে শেষ আইপিএল ম‌্যাচ।

কেকেআরের আইপিএল প্লে অফ সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেলেও লখনউয়ের প্লে অফ যাওয়ার সম্ভাবনা এখনও রয়েছে। এমনিতেই কেকেআর বনাম লখনউ ম‌্যাচের একটা স্বতন্ত্র মাহাত্ম‌্য রয়েছে। কারণ লখনউ মেন্টরের নাম গৌতম গম্ভীর। সেই গম্ভীর, যিনি কিনা অধিনায়ক হিসেবে দু’টো আইপিএল ট্রফি দিয়েছিলেন কেকেআরকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আগামী শনিবার ইডেনে লখনউ নামবে সবুজ-মেরুন জার্সি পরে! না, চমক নয়। চমক একে বলে না। একে বলে মাস্টারস্ট্রোক! যা দিয়ে রাখলেন লখনউ সুপার জায়ান্টস মালিক সঞ্জীব গোয়েঙ্কা। কেকেআরের বিপক্ষে লখনউ যখন মোহনবাগানের জার্সিতে মাঠে নামবে তখন মোহনবাগান সমর্থকরা গম্ভীরের দলকে সমর্থন করবেন সেটাই স্বাভাবিক। স্তইনিস, বাদনি, ক্রনাল, আবেশ খানরা সেদিন ইডেনে প্রচুর মানুষের সমর্থন পাবেন এটা নিশ্চিত করেই বলা যায়।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
LSG: ইডেনে মোহনবাগানের জার্সিতে আইপিএল খেলবে লখনউ? নতুন চমকের ভাবনা সঞ্জীব গোয়েঙ্কার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল