৬ অক্টোবর লোধা কমিশনের নালিশের ভিত্তিতে সুপ্রিম কোর্টে জবাব দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার আগেই কি সুর খানিকটা নরম করলেন আর এম লোধা ? ওয়াকিবহাল মহলের দাবি, বোর্ডের সিরিজ বাতিলের হুমকিতেই হয়তো সুর খানিকটা নরম করলেন তিনি। তিনি বলেন, ‘‘আমরা বোর্ডকে দৈনন্দিন কাজ করা থেকে আটকাইনি। আমরা শুধু বলেছি, রাজ্যসংস্থাগুলোকে বড় অঙ্কের অর্থ দেওয়া যাবে না। সিরিজ কেন বন্ধ হবে এর জন্য ? আমার ই-মেলের ভুল ব্যাখ্যা হওয়াটা অত্যন্ত দুঃখজনক।’’ ওয়াকিবহাল মহলের খবর, বিচারপতি লোধার এই টাকা আটকানোর ব্যাপারটাই বোর্ডের কাছে সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে।
advertisement
বোর্ডকে দৈনন্দিন কাজ করা থেকে আটকাননি বললেও রাজ্য সংস্থাগুলোকে আবার সতর্ক করে দিয়েছেন বিচারপতি লোধা এই বলে যে, ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে বোর্ড থেকে পাওয়া কোনও অর্থ যেন না ছোঁয়া হয়। না হলে, আদালত অবমাননার দায়ে পড়ে যেতে হতে পারে।
ইন্দৌর টেস্টের আগে বোর্ড প্রেসিডেন্টের চাপ, অর্থ না থাকলে আর ম্যাচ নয়। ওয়াকিবহাল মহলের মতে এই মন্তব্য করে লোধাকেই পালটা চাপে ফেললেন অনুরাগ।
তবে এই পরিস্থিতিতেও লোধা কমিশনের প্রধান মনে করছেন, অহেতুক আতঙ্ক বিক্রি করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সুপারিশের রাস্তায় না হেঁটে অন্য প্রসঙ্গ টেনে দেশবাসীর নজর ঘোরানোর চেষ্টা করছে।