TRENDING:

Ishan Kishan: ভারতীয় ক্রিকেটের পিনআপ বয় কিন্তু পা মাটিতেই, ঠাকুমাকে পায়ে হাত দিয়ে প্রণাম, ভাইরাল ভিডিও

Last Updated:

আইপিএল খেলে কোটি কোটি টাকা আয়, ভারতীয় দলেও খেলছেন, তবুও ভারতীয় সংস্কৃতি ভোলেননি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাঁচি: রাঁচিতে রবিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় ওয়ান ডে রাঁচিতে খেলা হল৷ প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ভারতের জয়ের ফলে সিরিজ এখন ১-১৷ ম্যাচে ঘরের ছেলে ইশান কিষাণ ক্রিকেট ফ্যানদের মধ্যে পৌঁছে যান৷ তিনি ফ্যানদের সঙ্গে সেলফি তোলান৷ তাঁদের দেদার অটোগ্রাফও দেন৷ সঙ্গে তিনি পরিচিতদের সঙ্গেও বিন্দাস ঢঙে দেখা করেন৷ তাঁদের পা ছুঁয়ে প্রণামও করেন৷ তাঁদের আশীর্বাদও নেন৷
advertisement

বিসিসিআই লোকাল স্টার ইশান কিষাণ ও শার্দুল ঠাকুরের ফ্যানদের সঙ্গে মেলামেশার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন৷ ফ্যানরা সকলেই প্রশংসা করছেন৷ ভিডিওটির ব্যাপক লাইক হচ্ছে৷

দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)

ইশান এখন সোশ্যাল মিডিয়ায় দারুণ ট্রেন্ডিং রয়েছে৷

আরও পড়ুন-  উৎসবের মরশুমেই পথে নামছে তৃণমূল, আগামিকাল থেকে শুরু বিজয়া সম্মিলনী

advertisement

ইশান কিষাণের সঙ্গে এক বর্ষীয়ান মহিলার ছবি দেখা যাচ্ছে তিনি সম্ভবত পিনআপ বয়ের ঠাকুমা৷ তিনি বলছেন, ‘‘আমি বলেছিলাম না যখব জোরদার শট খেলে আমার ঘরের কাঁচ ভেঙে যাবে৷ আজ তুমি এমনটাই করেছ৷ ইশান তাঁর হ্যাঁ তে হ্যাঁ বলেন৷ তিনি সেই ভদ্রমহিলাকে বলেন ‘‘ঠাকুমা বাড়ির খাবার কবে খাবেন৷’’ তাতে তিনি বলেন ‘‘কখন আসছ?’’

advertisement

ফ্যানরা শার্দুল ঠাকুরকে বিশেষ উপহার দেন

ইশান ঘরে এলে কখনও খালি হাতে ফেরেন না৷ মাঠে দেখা যায় শার্দুল ঠাকুরের নামেও কাগজ নাড়ছেন ফ্যানরা৷ সেখানে লেখা ছিল শার্দুল ঠাকুর ৫৪৷ এতে ইশান কিষাণ বলেন , ‘‘দেখো এখানে শুধু আমিই ভালবাসা পাই না এখানের ক্রিকেটের ফ্যান সকলকেই খুব ভালবাসা দেন৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

মানুষরা এখানে ভালবাসা দেন৷ ইশান কিষাণ বলেন বিশেষ নোট শার্দুল ঠাকুরকে দেন৷ তিনিও ফ্যানদের ধন্যবাদ দেন৷ তাঁদের দেওয়া নোট দিয়ে ছবি তোলেন৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ishan Kishan: ভারতীয় ক্রিকেটের পিনআপ বয় কিন্তু পা মাটিতেই, ঠাকুমাকে পায়ে হাত দিয়ে প্রণাম, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল