রবিবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই খেলতে নেমেছে ভারতীয় দল। আর সেই ম্যাচে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের অবিশ্বাস্য ক্যাচ নিলেন লিটন দাস। মাত্র ৯ রান করে প্যাভিলিয়নে ফিরতে হল ভারতের অন্যতম সেরা ব্যাটারকে। কোহলি এদিন যেন নিজের চোখ দুটোকেই বিশ্বাস করতে পারছিলেন না! আউট হওয়ার পরও বেশ কিছুক্ষণ লিটনের দিকে তাকিয়ে ছিলেন। তার পর বাইশ গজ ছাড়েন।
advertisement
মিরপুর স্টেডিয়ামে এদিন টসে জিতে ভারতীয় দলকে প্রথমে ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক। ১১ ওভারের মাথায় রোহিত শর্মা ও বিরাট কোহলির জুটি ভাঙেন বাংলাদেশের নির্ভরযোগ্য বোলার শাকিব আল হাসান। দ্বিতীয় বলে ভারতীয় দলের অধিনায়ককে ক্লিন বোল্ড করেন শাকিব।
আরও পড়ুন- টাইব্রেকারের অনুশীলন সেরে রাখল ইংল্যান্ড, আফ্রিকান সিংহদের নিয়ে ভয় ইংরেজদের
সেই ধাক্কা সামলে ওঠার আগে ফের আঘাত। চতুর্থ বলটা একটু ঝুলিয়ে করেছিলেন শাকিব। বল ঠিকমতো বুঝতে না পেরে শট খেলে ফেলেন কোহলি। একস্ট্রা কভারের ফাঁক গলিয়ে বল ঠেলে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু সবাইকে অবাক করে বাজপাখির মতো ছো মেরে বল তালুবন্দি করেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
ধারাভাষ্যকাররাও লিটনের এমন ক্যাচ দেখে অবাক হয়ে যান। উল্লেখ্য, বাংলাদেশের বিরুদ্ধে বড় স্কোর দাঁড় করাতে পারেনি টিম ইন্ডিয়া। ১৮৬ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। কে এল রাহুল ৭৩ রান করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ৯৬। ২৩.৫ ওভারে।