তলায় লিখেছেন সেরা ফিনিশারের কাছ থেকে নেওয়া টিপস। অন্যদিকে রিঙ্কু আবার একটা হাফ সেঞ্চুরি করেছিলেন বটে, কিন্তু দলকে জেতাতে পারেননি। তিনি নিজের খেলার উন্নতি কিভাবে করবেন সেটাই জিজ্ঞেস করেছিলেন মাহিকে। নিজের অভিজ্ঞতার সমুদ্র থেকে দুজনকেই যাবতীয় পরামর্শ দিয়েছেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন।
মনে করা হচ্ছে এবারই তাঁর শেষ আইপিএল। তাঁর কথাতেও তেমনটাই ইঙ্গিত মিলেছে। যদিও এখনও পর্যন্ত সরকারি ভাবে ক্যাপ্টেন কুল তেমনটা জানাননি। রবিবারের ম্যাচে ইডেনকে দেখে একবারের জন্যও মনে হয়নি চেন্নাই সুপার কিংস এখানে অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেছে। মনে হচ্ছে চিপকেই খেলছেন ধোনি, জাদেজারা।
এমনটা দেখে স্বাভাবিক ভাবেই অবাক প্রত্যেকে। ম্যাচ শেষে তাই কলকাতার সমর্থককে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি ধোনি। লিটন একটা ম্যাচ সুযোগ পেয়ে ব্যর্থ হয়েছিলেন। পরে আবার সুযোগ পান কিনা সেটাই দেখার। তবে কেকেআরের হয়ে সুযোগ পান বা নাই পান, ধোনির এই পরামর্শ তাকে বাংলাদেশের জার্সিতে বিশ্বকাপে পারফর্ম করতে সাহায্য