এদিন ডালাসের বিরুদ্ধে ম্যাচের সাত মিনিটেই গোলের মুখ খোলেন মেসি। বক্সের বাইরে থেকে দুরন্ত শটে গোল করেন বিশ্বজয়ী। লিড নিয়েও ফের একবার দলের খারাপ ডিফেন্সের খেসারত দিতে হয়। প্রথমার্ধেই ২-১ গোলে পিছিয়ে যায় মায়ামি। ৩৭ ও ৪৫ মিনিটে গোল করে এগিয়ে যায় ডালাস। প্রথমার্ধে ডালাসের হয়ে দুটি গোল করেন ফাকুন্ডো কুইগনোন ও বের্নার্ড কামুনগো। পিছিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি।
advertisement
ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ায় ডালাস। ৬৩ মিনিটে গোল করে ব্যবধান ৩-১ করেন অ্যালান ভেলাস্কো। সেই সময় অনেকেই ধরে নিয়েছিলেন এই ম্যাচে মেসিও হয়তো বাঁচাতে পারবেন না মায়ামিকে। তবে ম্যাচের ৬৫ মিনিটে বেঞ্জামিন ক্রেমাস্চি গোল করে ৩-২ করেন মায়ামির পক্ষে। কিন্তু ৬৮ মিনিটে আত্মঘাতী গোলে ফের ডালাসকে ২ গোলে লিড উপহার দেন রবার্ট টেলর। পাল্টা ৮০ মিনিটে আত্মঘাতি করে মায়ামির পক্ষে ব্যবধান ৪-৩ করেন মার্কো ফার্হান।
আরও পড়ুনঃ IND vs WI 2nd T20: ১২ বছর পর লজ্জার রেকর্ড ভারতের, শেষ ৩ ম্যাচ টিম ইন্ডিয়ার কাছে ‘ডু অর ডাই’
ম্যাচের ৮৫ মিনিটে বক্সের বাইরে ফ্রি কিক পায় মায়ামি। শট নিতে যান মেসি। সেটাই যে কার্যত শেষ সুযোগ তা জানতেই মেসি। আর সুযোগ কাজে লাগাতে এতটুকু ভুল করেননি মেসি। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁক খাওয়ানো শটে গোল করেন মেসি। গোলকিপার সর্বস্ব দিয়ে চেষ্টা করেও বল জালে জড়ানো আটকাতে পারেননি । এরপর ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানে ৫-৩ ব্যবধানে জেতে মায়ামি। ১১ অগাস্ট লিগস কাপের কোয়ার্টার ফাইনালে নামবে বেকহ্যামের ক্লাব।