শেষ ২ বছর পিএসজিতে খেলেছেন মেসি। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি আশানরুপ ফল করতে পারেনি। তবে বেনফিকার বিরুদ্ধে মেসির দৃষ্টিনন্দন অবিশ্বাস্য গোলকেই সেরার সেরা স্বীকৃতি দিয়েছে উয়েফা। বেনফিকার বিরুদ্ধে মাঝ মাঠ থেকে সতীর্থদের সঙ্গে বল দেওয়া নেওয়া করে দুরন্ত অ্যাটাক গড়ে তুলেছিলেন মেসি। শেষে বক্সে ঢুকতেই চলন্ত বলে বাঁ পায়ে মেসির বাঁক খাওয়ানো শট দ্বিতীয় পোস্টোর কোণা দিয়ে জালে জড়িয়ে যায়।
advertisement
আরও পড়ুনঃ Emiliano Martinez: এমি মার্টিনেজকে দেখতে চান! কোথায় পাবেন টিকিট, কত দাম, জেনে নিন বিস্তারিত
মেসির সেই সেরা গোলের একটি ভিডিও শেয়ার করা হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের পক্ষ থেকে। শুদু মেসির সেরা গোল নয়, প্রতিযোগিতা সেরা ১০টি গোলও শেয়ার করেছে ইউসিএল। সেরা গোলের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ এবং ম্যাঞ্চেস্টার সিটি ম্যাচে করা ভিনিসিয়াস জুনিয়রের গোল। তৃতীয় স্থানে জায়গা পেয়েছে ডর্টমুন্ডের বিরুদ্ধে করা ম্যাঞ্চেস্টার সিটির আর্লিং হালান্ডের গোল। তবে ইউরোপ থেকে বিদায় বেলায় মেসার গোল সেরা হওয়ায় খুশি তাঁর ফ্যানেরা।