ম্যাচে একটা গোলে পিছিয়ে পড়া ইন্টার মায়ামি ঠিক এমনই এক মেসি-মুহূর্তের অপেক্ষায় ছিল। লিওনেল তাদের সে অপেক্ষার মধুর সমাপ্তিই ঘটালেন। ফ্রি কিক থেকে করলেন দুর্দান্ত একটি গোল। আর তাতেই মায়ামি জয় তুলে নিল পর্তুগালের বিখ্যাত ক্লাব পোর্তোর বিপক্ষে। ক্লাব বিশ্বকাপে বৃহস্পতিবারের এই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেল মেসির দল। এই জয়ের ফলে গ্রুপ ‘এ’ থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার দারুণ সম্ভাবনা এখন উজ্জ্বল মেসিদের।
advertisement
পেনাল্টিতে গোল করে প্রথমার্ধে এগিয়ে যায় পোর্তো ৷ তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মায়ামি। সেগোভিয়া একটি গোল করে দলকে সমতায় ফেরান। এরপর আসে সেই মুহূর্ত, যার জন্য সবাই অপেক্ষায় ছিলেন।
এই জয় আমেরিকার মেজর লিগ সকারের এই ক্লাবের জন্য বড় কীর্তি। কারণ ইউরোপের কোনও ক্লাবের বিপক্ষে প্রথম জয় পেল তারা। এর আগে এই সপ্তাহেই চেলসি হারিয়েছিল লস অ্যাঞ্জেলেস এফসিকে।