TRENDING:

Messi Free Kick: ফের ‘মেসি ম্যাজিক’ ! ক্লাব বিশ্বকাপে তাঁর ফ্রি কিকে পোর্তোকে হারিয়ে ইতিহাস মায়ামির

Last Updated:

Lionel Messi scores a stunning free-kick against Porto: এবার আবার গোটা বিশ্ব দেখল ‘মেসি ম্যাজিক’ ৷ পোর্তোর বিরুদ্ধে ক্লাব বিশ্বকাপের ম্যাচে তাঁর ফ্রি কিকের জাদুতে এখন মুগ্ধ গোটা দুনিয়া ৷

advertisement
মায়ামি: বয়স যতই বাড়ুক না কেন ৷ ‘গ্রেট’-দের কাছে বয়সটা একটা নম্বরই মাত্র ৷ কিছুদিন আগেই পর্তুগালের জাতীয় দলের জার্সি গায়ে আগুন ঝরাতে দেখা গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ৷ এবার আবার গোটা বিশ্ব দেখল ‘মেসি ম্যাজিক’ ৷ পোর্তোর বিরুদ্ধে ক্লাব বিশ্বকাপের ম্যাচে তাঁর ফ্রি কিকের জাদুতে এখন মুগ্ধ গোটা দুনিয়া ৷
ক্লাব বিশ্বকাপে মেসি ম্যাজিক ! (AP Photo/Brynn Anderson)
ক্লাব বিশ্বকাপে মেসি ম্যাজিক ! (AP Photo/Brynn Anderson)
advertisement

আরও পড়ুন– ‘কোনও রেড ফ্ল্যাগ ছিল না, বিমানের একটা ইঞ্জিন ছিল একদম নতুন, অপরটির সার্ভিস করানো হয়েছিল ২০২৩ সালে…’, দুর্ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন টাটা চেয়ারম্যান চন্দ্রশেখরন

ম্যাচে একটা গোলে পিছিয়ে পড়া ইন্টার মায়ামি ঠিক এমনই এক মেসি-মুহূর্তের অপেক্ষায় ছিল। লিওনেল তাদের সে অপেক্ষার মধুর সমাপ্তিই ঘটালেন। ফ্রি কিক থেকে করলেন দুর্দান্ত একটি গোল। আর তাতেই মায়ামি জয় তুলে নিল পর্তুগালের বিখ্যাত ক্লাব পোর্তোর বিপক্ষে। ক্লাব বিশ্বকাপে বৃহস্পতিবারের এই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেল মেসির দল। এই জয়ের ফলে গ্রুপ ‘এ’ থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার দারুণ সম্ভাবনা এখন উজ্জ্বল মেসিদের।

advertisement

আরও পড়ুন– সেই ৫টা ছবি, যা ফ্লপ হওয়ার পর কেরিয়ারই ডুবে গিয়েছিল এই ৫ অভিনেতার ! তাঁদের মধ্যে একজন আবার সুপারস্টার

পেনাল্টিতে গোল করে প্রথমার্ধে এগিয়ে যায় পোর্তো ৷ তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মায়ামি। সেগোভিয়া একটি গোল করে দলকে সমতায় ফেরান। এরপর আসে সেই মুহূর্ত, যার জন্য সবাই অপেক্ষায় ছিলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সাড়ে তিন বছরের ছোট্ট অভ্রদীপের নাম জ্বলজ্বল করছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে, হতবাক সকলে!
আরও দেখুন

এই জয় আমেরিকার মেজর লিগ সকারের এই ক্লাবের জন্য বড় কীর্তি। কারণ ইউরোপের কোনও ক্লাবের বিপক্ষে প্রথম জয় পেল তারা। এর আগে এই সপ্তাহেই চেলসি হারিয়েছিল লস অ্যাঞ্জেলেস এফসিকে।

বাংলা খবর/ খবর/খেলা/
Messi Free Kick: ফের ‘মেসি ম্যাজিক’ ! ক্লাব বিশ্বকাপে তাঁর ফ্রি কিকে পোর্তোকে হারিয়ে ইতিহাস মায়ামির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল