যা পাননি লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজরা। তাদের এবার এক মাসের জন্য থাকতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে, পড়াশোনার মাঝে। তবে পড়াশোনা করবেন না মেসি-মারিয়ারা। আসন্ন কাতার বিশ্বকাপে এক মাসের জন্য কাতার বিশ্ববিদ্যালয়ের অন্যরকম ছাত্র হতে চলেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। বিশ্বকাপের পুরোটা সময়ের জন্য আর্জেন্টিনা বেজ ক্যাম্প হিসেবে বেছে নেওয়া হয়েছে কাতার বিশ্ববিদ্যালয়কে।
advertisement
এই খবরের সত্যতা মিলেছে কাতার বিশ্ববিদ্যালয়ের করা এক টুইটবার্তায়। যেখানে তারা লিখেছে, কাতার বিশ্বকাপের পুরোটা সময়ের জন্য আবাসিক ক্যাম্প হিসেবে আমাদের ক্যাম্পাসকে বেছে নেওয়ায় আর্জেন্টিনা দলকে ধন্যবাদ। কাতার বিশ্ববিদ্যালয়কে নিজেদের ক্যাম্প হিসেবে চূড়ান্ত করার আগে চলতি মাসের শুরুতে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের একটি দল সেখানে গিয়ে সকল সুযোগ-সুবিধা পরিদর্শন করে এসেছে।
যা দেখে সন্তোষজনক রিপোর্টই দিয়েছেন তারা। তাই বেছে নেওয়া হয়েছে এই বিশ্ববিদ্যালয়কে। ফুটবল খেলার সকল সুযোগ-সুবিধাই রয়েছে কাতার বিশ্ববিদ্যালয়ে। আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম, অত্যাধুনিক সুবিধা সম্বলিত খেলার মাঠ, রানিং ট্র্যাক, অ্যাথলেটিক স্পোর্টস সেন্টার, তিনটি সুইমিংপুল সমৃদ্ধ অ্যাকুয়াটিক সেন্টার, অলিম্পিক পুল, ডাইভিং পুল এবং জিমনেশিয়ামসহ প্রায় সব সুবিধাই পাবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনিও এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আর্জেন্টিনা জাতীয় দল কাতার বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে। আমরা সেখানে ঘুমোতে পারবো এবং অনুশীলনের জায়গাও খুব কাছে। আমার সবচেয়ে ভাল লেগেছে যে একই জায়গায় অনুশীলন ও থাকতে পারব আমরা।