তাঁর সঙ্গে মুম্বইয়েও আর্জেন্টিনীয় মহাতারকার পা পড়তে চলেছে। ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের মঞ্চ ওয়াংখেড়ে সাতজন করে একটি ফুটবল ম্যাচ হতে চলেছে। যেখানে মেসির বিপক্ষে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি বা বিরাট কোহলি। বছরের শেষে ১৩ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠান রয়েছে। সেখানে ইডেনে অনুষ্ঠান হবে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ জানানো হবে। ইডেনে উপস্থিত থাকবেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেদিন রাতেই কলকাতা থেকে আহমেদাবাদ যাবেন মেসি। সেখানে একটু অনুষ্ঠান শেষ করে পরের দিন ১৪ তারিখ মুম্বইয়ে অনুষ্ঠানে যোগ দেবেন।
advertisement
আরও পড়ুন- বিপদের নাম SCA! কমবয়সে হার্ট অ্যাটাক! মৃত্যু হচ্ছে ফিট ক্রিকেটারদেরও! কী এই ‘এসসিএ’?
মুম্বইতে মেসির জন্য থাকছে মেগা অনুষ্ঠান। উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সাত দলের একটি ফুটবল ম্যাচ হতে চলেছে। সেখানে মেসির বিপক্ষে থাকবেন ধোনি-কোহলি। থাকতে পারেন সচিন তেণ্ডুলকর, রোহিত শর্মাও।
ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের হাত ধরে কলকাতায় দ্বিতীয়বার আসতে চলেছেন মেসি। খবর নিয়ে সরকারি ঘোষণা এখনো হয়নি, তবে মেসির তরফ থেকে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে বলেই খবর। এর আগে গোটা আর্জেন্টিনা দল সমেত কলকাতার ফুটবল ম্যাচ খেলেছিলেন মেসি। তবে এবার আসছেন একা। ১২ই ডিসেম্বর কলকাতায় রাত দশটায় পৌঁছবেন ফুটবল কিংবদন্তি। বিশ্বকাপের আগে মেসি দর্শনের অপেক্ষায় গোটা দেশ।