এক সাক্ষাৎকারে পরের বিশ্বকাপে খেলা নিয়ে প্রশ্নের উত্তরে মেসি বলেন,”পরের বিশ্বকাপ খেলব না সেই কথা আমি এখনই বলছি না। পরের বিশ্বকাপের সময় আমার বয়স হবে ৩৯ বছর। ওই বয়সে বিশ্বকাপের মত প্রতিযোগিতা খেলা ও নিজের সেরাটা দেওয়া খুব কঠিন। ২০২২ বিশ্বকাপের পর মনে হয়েছিল অবসর নিয়ে নেব। তবে এখন আমি দলের সঙ্গে আরও সময় থাকতে চাই। এই সময়টা উপভোগ করতে চাই। ২০২৬ পর্যন্ত কী হবে তা এখন ভাবতে চাই না। তবে অনেক কিছুই ঘটতে পারে।”
advertisement
পরের বিশ্বকাপে খেলার জল্পনা জিইয়ে রাখার পাশাপাশি দেশের জার্সি গায়ে মেসির পরবর্তী লক্ষ্য় কী তাও সাফ জানিয়ে দিয়েছেন। ওই সাক্ষাৎকারে মেসি বলেছেন,”এখন আমাদের ভাবনায় শুধুই পরের কোপা আমেরিকা। আমরা প্রতিযোগিতায় ভাল ফুটবল খেলতে পারব আশা করি। টাইটেব ডিফেন্ড করার সবরকম চেষ্টা করব।”
আরও পড়ুনঃ Virat Kohli: বিরাট কোহলির টি-২০ কেরিয়ার শেষ? খেলবেন না বিশ্বকাপ! ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বিসিসিআই
প্রসঙ্গত, ২০০৬ সালে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে প্রথম খেলেছিলেন মেসি। তারপর ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ পর্যন্ত তিনিই আর্জেন্টিনার প্রধান তারকা। ২০২৬ বিশ্বকাপে মেসি ছা়ড়া আর্জেন্টিনা ভাবতেই পারছিলেন না অনেক ফ্যান। এরইমধ্যে মেসি পরের বিশ্বকাপে খেলার ইঙ্গিত দেওয়ায় খুশি বিশ্ব জুড়ে কোটি কোটি ফ্যানেরা।