TRENDING:

মেসিকে খুনের হুমকি, স্ত্রীর দোকানে চলল এলোপাথারি গুলি, হতবাক ক্রীড়াবিশ্ব

Last Updated:

Lionel Messi gets Death Threat: বিশ্বকাপ জিতে ইতিহাস রচনা করেছেন লিওনেল মেসি। সদ্য পেয়েছেন ফিফা দ্যা বেস্ট অ্যাওয়ার্ডে সেরা খেলোয়ারের পুরস্কারও। তাঁর বাঁ পায়ের জাদুতে এখনও মুগ্ধ গোটা বিশ্ব। আর সেই মেসিই পেলেন প্রাণনাশের হুমকি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রোজারিও: বিশ্বকাপ জিতে ইতিহাস রচনা করেছেন লিওনেল মেসি। সদ্য পেয়েছেন ফিফা দ্যা বেস্ট অ্যাওয়ার্ডে সেরা খেলোয়ারের পুরস্কারও। তাঁর বাঁ পায়ের জাদুতে এখনও মুগ্ধ গোটা বিশ্ব। আর সেই মেসিকেই কিনা নিজের ফুটবল কেরিয়ারের সিদ্ধান্ত নিয়ে পেতে হল প্রাণনাশের হুমকি। তাও আবার অন্য কোথাও নয়। হুমকি পেলেন নিজের শহর আর্জেন্টিনার রোজারিওতে। শুধু খুনের হুমকি চিঠিই নয়, মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর সুপার মার্কেট লক্ষ্য করে চালানো হয় গুলি।
মেসিকে প্রাণনাশের হুমকি
মেসিকে প্রাণনাশের হুমকি
advertisement

রোজারিওতে মেসির বাড়ি রয়েছে সেই কথা সকলেরই জানা। সঙ্গে রয়েছে তাঁর স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পারিবারিক ব্যবসা। ফুটবল জীবনে ব্যস্ততার মাঝে সময় পেলেই সেখানে সময় কাটাতে যান মেসি ও তাঁর পরিবার। বৃহস্পতিবার ভোর রাতে হঠাৎই একদল দুষ্কৃতী বাইকে করে এসে মেসির স্ত্রীর দোকান লক্ষ্য করে গুলি এলোপাথারি গুলি চালায়। মোট ১৪ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। সঙ্গে মেসিকে দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকি চিঠি।

advertisement

এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ভোররাত হওয়ায় দোকা বা আশপাশে কেউ ছিল না তাই কোনও হতাহতের খবর নেই। মেসিকে যে হুিমকি চিঠি দেওয়া হয়েছে তাতে লেখা রয়েছে, “মেসি, তোমার জন্য আমরা অপেক্ষা করছি। জাভকিন একজন মাদকচক্রী, ও তোমায় বাঁচাতে পারবে না।” জাভকিন হলেন রোজারিও মেয়র। পরে জাভকিন নিজে ঘটনাস্খল পরিদর্শনে যান। কে বা কারা এই হামলার পেছনে যুক্ত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস।

advertisement

আরও পড়ুন: Viral News: বাড়িতেই ভাই-বোনের প্রেম-মিলন, বোন গর্ভবতী হওয়ার পর কী করেছিলেন রেসার ভাই, জানলে চমকে যাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কিন্তু মেসির স্ত্রীর দোকান লক্ষ্য করে কেন হঠাৎ গুলি চালানো হল, কেন মেসিকে প্রাণনাশের হুমকি দেওয়া হল, তার কারণ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তবে অনেকেই মনে করছেন মেসি নিজের ফুটবল কেরিয়ার যেন রোজারিও ক্লাবে শেষ করেন সেই কারণেই এই হুমকি চিঠি ও হামলা। কারণ পিএসজি-তে মেসি থাকবেন কিনা তা নিয়ে এখনও নিশ্চিৎভাবে কিছু জানা যায়নি। মেসি নিজেও বলেছিলেন ছোট বেলার ক্লাব রোজারিও নিউওয়েলস ওল্ড বয়েজে খেলতে পারেন। সেই কারণেই এই হামলা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে মেসি ও তাঁর পরিবারের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
মেসিকে খুনের হুমকি, স্ত্রীর দোকানে চলল এলোপাথারি গুলি, হতবাক ক্রীড়াবিশ্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল