ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, হ্যারি কেন, গ্যারেথ বেলদের ছোটবেলার ছবি দেখে চমকে যাবেন। তাঁরা ছোটবেলায় এত মিষ্টি দেখতে ছিলেন! এই প্রশ্নটাই আপনার মাথায় আসবে সবার আগে।
আরও পড়ুন- এবার কোহলিকে পেছনে ফেললেন বাংলাদেশের লিটন! মুখে হাসি কেকেআর কর্তাদের
ফুটবল তারকাদের ছোটবেলার মিষ্টি ছবি দেখতে হলে পল পারসন্সের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট-এ ঢুঁ মারতে হবে। তারকা ফুটবলারদের ছোটবেলার ছবি পল পারসন্স নামে এই শিল্পী এঁকেছেন। ১০ জন জনপ্রিয় ফুটবলারের ছোটবেলার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
advertisement
লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার জুনিয়র, হ্যারি কেন, গ্যারেথ বেল, কেভিন ডি ব্রুয়েন, মহম্মদ সালাহ, গ্রিজম্যান এবং রবার্ট লেওয়ানডস্কি। এই ১০ জন তারকার ছবি তিনি এঁকেছেন। ডিজিটাল পেইন্ট। আর মেসি, নেইমারদের এখনকার আদলের সঙ্গে মিল রেখেই শিল্পী সেই ছবিগুলি এঁকেছেন। তবে তাঁর শিল্পকলা দারুণ পছন্দ করছেন নেটিজেনরা।
পল পারসন্সের এমন শিল্পকলা সারা বিশ্বে প্রশংসা কুড়োচ্ছে। বেবি মেসি, ছোটবেলার নেইমার, সালাহর শৈশবের ছবি দারুণ পছন্দ করছে লোকজন। পল পারসন্সের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা বাড়ছে দ্রুত। হয়তো সেটা খুব দ্রুতই এক লাখ পার করে যাবে।
আরও পড়ুন- 'স্বপ্নেও মেসির ওই পাস দেখছি '! আর্জেন্টাইন জাদুকরের রেশ এখনও কাটেনি ডাচ ফুটবল তারকার
৩৬ বছর পর মেসির নেতৃত্বে ফের বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ জেতেননি বলে যাঁরা মেসিকে সেরা মানতে নারাজ ছিলেন, তাঁদের মুখেও এখন কুলুপ। কাতারে বিশ্বকাপ জিতে লিওনেল মেসি যেন আবার নতুন করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ছাড়লেন।
