TRENDING:

Ansumana Kromah: শরীরের এক পাশ অসাড়! ব্রেনস্ট্রোকে আক্রান্ত একসময় ইস্ট-মোহনে খেলা আনসুমানা ক্রোমা

Last Updated:

Ansumana Kromah: কলকাতা ময়দানে খুবই পরিচিত নাম আনুসুমানা ক্রোমা। এবার তাঁকে নিয়েই এল খারাপ খবর। ব্রেন স্ট্রোকো আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ক্রোমা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বয়স মাত্র ৩০। একটা সময় খেলেছেন কলতকাতার দুই প্রধান ক্লাব ইস্টবেঙ্গল-মোহনাবাগানেও। কলকাতা লিগে একাধিক ক্লাবে খেলেছেন দাপটের সঙ্গে। গতবারও ছিলেন আইলিগের দল নেরোকা এফসিতে। কলকাতা ময়দানে খুবই পরিচিত নাম আনুসুমানা ক্রোমা। এবার তাঁকে নিয়েই এল খারাপ খবর। ব্রেন স্ট্রোকো আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ক্রোমা।
advertisement

একজন কম বয়সী ফুটবলারের ব্রেন স্ট্রোকের খবরে অবাক সকলেই। ব্রেন স্ট্রোক হওয়ার পর শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ক্রোমাকে। অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও এখনও পুরোপুরি বিপদমুক্ত নন তিনি। আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ডাক্তারদের সর্বক্ষণের নজরদারিতে রয়েছেন ক্রোমা। উদ্বেগের বিষয় হল ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর শরীরের এক পাশ অসাড় হয়ে গিয়েছে।

advertisement

বর্তমানে ক্রোমার যা পরিস্থিতি তাতে তিনি আর মাঠে ফিরতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দহ রয়েছে। তবে সেসব নিয়ে না ভেবে আপতত তাঁকে সুস্থ করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন ডাক্তাররা। মদয়াদানের ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার দেবজিত ঘোষের হাসপাতালেই ভর্তি রয়েছেন ক্রোমা। ময়দানের বড় ক্লাবগুলি থেকে শুরু করে একাধিক বর্তমান ও প্রাক্তন প্লেয়াররা ক্রোমার স্বাস্থ্যের খোঁজ নিয়েছে।

advertisement

আরও পড়ুন: Euro 2024 Final: ছেঁড়া মোজা পরে কোন ফুটবলার ইউরো কাপে খেলছেন? কিন্তু কারণ জানলে অবাক হবেন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, একসময় দাপিয়ে ফুটবল খেললেও সময়টা ভালো যাচ্ছিল না আনসুমানা ক্রোমার। আইলএসএল আসার পর থেকে আর ময়দানের বড় ক্লাবে সুযোগ পাননি। কলকাতা লিগেও বিদেশী খেলার নিষেধাজ্ঞা থাকায় সেখানে আর সুযোগ পাচ্ছেন না। ফলে খেপ খেলতেন ক্রোমা। তবে পারিবারিক কোনও সমস্যা চলছিল কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। ক্রোমার অসুস্থতার খবরে মন খারাপ ময়দানের।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ansumana Kromah: শরীরের এক পাশ অসাড়! ব্রেনস্ট্রোকে আক্রান্ত একসময় ইস্ট-মোহনে খেলা আনসুমানা ক্রোমা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল