এসআইআরের শুনানিতে ডাক পড়ল মেহতাব হোসেনের। এর আগে বাংলার পেসার মহম্মদ শামিরও ডাক পড়েছিল এসআইআর হিয়ারিং-এ। ১লা ফেব্রুয়ারি বারুইপুরের কাছে মল্লিকপুরের আব্দুস শকুর হাইস্কুলে হাজির হতে হবে প্রাক্তন ফুটবলারকে।
মেহতাব হোসেন বুধবার রাতে বিএলও-র ফোন পান। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল। তবে তাঁর মায়ের নামে ভুল আছে বলে জানানো হয়। তাই মেহতাবকে শুনানিতে ডাকা হয়েছে।
advertisement
এই মুহূর্তে বেঙ্গল সুপার লিগের সঙ্গে যুক্ত মেহতাব। ফলে তাঁর দল যদি ফাইনাল খেলে তা হলে তিনি ১লা ফেব্রুয়ারি শুনানিতে হাজির থাকতে পারবেন না। ফলে তিনি ২ ফেব্রুয়ারি শুনানিতে যোগ দেওয়ার অনুরোধ করবেন।
মেহতাব এখন নিউ টাউনে থাকেন। কিন্তু তাঁর আদি বাড়ি মল্লিকপুরে। ফলে তিনি এখনও সেখানকার ভোটার। শুনানিতে ডাক পাওয়ায় খুবই বিরক্ত মেহতাব। তিনি বলেছেন, ‘দেশের জার্সিতে এতগুলো ম্যাচ খেলেছি, তার পরও নিজেকে ভারতের নাগরিক হিসেবে প্রমাণ দিতে হবে! এটা আর নেওয়া যাচ্ছে না। অফিস থাকে, ফুটবল আছে। আমার মতো অনেকেরই ব্যস্ততা থাকে। রোজ বহু মানুষকে এভাবে হয়রানির মধ্যে দিয়ে যেতে হচ্ছে।
আরও পড়ুন- ফের চোট ভারতীয় দলে! রান করেও দলের বাইরে তারকা ব্যাটার, একাদশে চমকে দেওয়া বদল
উল্লেখ্য, নেতাজি সুভাষ চন্দ্র বসুর পরিবার, অমর্ত্য সেন, মহম্মদ শামির মতো মানুষদেরও এসআইআরের শুনানিতে ডাকা হয়েছিল। সেই কথাও এদিন বলেন মেহতাব। তাঁর বক্তব্য, এসব ক্ষেত্রে বিবেচনা করা উচিত। না হলে এই হয়রানি চলতেই থাকবে।
