TRENDING:

Rashid Khan on Pant and Shreyas : মেরে চামড়া গুটিয়ে দেবে! কোন দুজন ভারতীয় ব্যাটসম্যানকে ভয় পাচ্ছেন রশিদ খান?

Last Updated:

Rashid Khan says Shreyas Iyer and Rishabh Pant extremely dangerous to bowl in IPL. আইপিএলে শ্রেয়াস আইয়ার এবং ঋষভ পন্থকে বল করা চ্যালেঞ্জিং বলছেন রশিদ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আইপিএলের সেরা দুই ব্যাটসম্যান হতে চলেছেন পন্থ এবং শ্রেয়স, বলছেন রশিদ খান
আইপিএলের সেরা দুই ব্যাটসম্যান হতে চলেছেন পন্থ এবং শ্রেয়স, বলছেন রশিদ খান
advertisement

আরও পড়ুন - Rohit Sharma, Mumbai Indians : সূর্যকুমার নেই প্রথম ম্যাচে, ওয়াংখেড়েতে বাড়তি অ্যাডভান্টেজ মানেন না রোহিত

কোচ হিসেবে রয়েছেন গ্যারি কারস্টেন। রশিদ খান মনে করেন যথেষ্ট ভারসাম্য যুক্ত দল হয়েছে গুজরাতের। তবে যখন তাকে প্রশ্ন করা হয় এবারের আইপিএলে কোন দুজন ব্যাটসম্যানকে বল করা বেশ চ্যালেঞ্জিং হবে - একমুহূর্ত ভেবে রশিদ খান জানান ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ার। ইদানিং ভারতের জার্সিতে এই দুজন ব্যাটসম্যান দুরন্ত ছন্দে আছেন। আগে দুজনেই ছিলেন দিল্লিতে। এখন পন্থ দিল্লির ক্যাপ্টেন হওয়ার পর শ্রেয়স আইয়ার এসেছেন কেকেআরে।

advertisement

আরও পড়ুন - Pat Cummins on Virat vs Babar : কিং কোহলি নাকি সম্রাট বাবর? প্যাট কামিন্স কাকে সেরা বাছলেন? জানুন

রশিদ খান মনে করেন শ্রেয়স এবং ঋষভ এই মুহূর্তে স্বপ্নের ছন্দে আছেন। তাই বিদেশি ব্যাটসম্যানদের থেকেও তাদের এগিয়ে রাখছেন আফগান তারকা। রশিদ জানিয়েছেন দুজনেই স্টেপ আউট করে স্পিন খেলতে পারে। স্পিন ভাঙার আগে নির্বিষ করে দেওয়ার ক্ষমতা আছে দুজনের। তাছাড়া আত্মবিশ্বাস এবং পাওয়ার হিটিং করার ক্ষেত্রে পন্থ এবং শ্রেয়স আইয়ার প্রচণ্ড আত্মবিশ্বাসী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

তবে অভিজ্ঞতার বিচারে তার মনে হয়, দুজনেরই কিছু দুর্বলতা রয়েছে। তাই এই দু'জনকে বল করতে গেলে লুজ বল দেওয়া সম্ভব নয়। লাইন এবং লেন্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফ্লিপার, গুগলি, রং ওয়ান বা স্টক বল - যেটাই করুন সঠিক জায়গায় ফেলতে হবে। না হলে চরম মূল্য দিতে হতে পারে।

বাংলা খবর/ খবর/খেলা/
Rashid Khan on Pant and Shreyas : মেরে চামড়া গুটিয়ে দেবে! কোন দুজন ভারতীয় ব্যাটসম্যানকে ভয় পাচ্ছেন রশিদ খান?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল