TRENDING:

ডেভিসে সিঙ্গলসে খেলতে আগ্রহী লিয়েন্ডার

Last Updated:

লিয়েন্ডার পেজের জীবনে ‘ক্লান্তি’ বা ‘অবসর’ শব্দ দু’টোই নেই ৷ এবার আবার ডাবলসের পাশাপাশি সিঙ্গলসেও নেমে পড়তে চাইছেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দেশে তাঁর মতো ডাবলস স্পেশ্যালিস্ট বহুদিন খুঁজে পাওয়া হয়তো সম্ভব নয় ৷ ৪৩ বছর বয়সেও টেনিস থেকে অবসর নেননি তিনি ৷ বরং এই ‘বুড়ো’ বয়সেও ডাবলস-মিক্সড ডাবলসে একাধিক গ্র্যান্ডস্ল্যাম বা এটিপি ট্যুর জেতার মতো নজির রয়েছে  তাঁর ৷ লিয়েন্ডার পেজের জীবনে ‘ক্লান্তি’ বা ‘অবসর’ শব্দ দু’টোই নেই ৷ এবার আবার ডাবলসের পাশাপাশি সিঙ্গলসেও নেমে পড়তে চাইছেন কলকাতার  বেকবাগান রো-র ছেলে ৷
advertisement

বহুবছর পেশাদার টেনিসের সিঙ্গলসে নামেননি ৷ কিন্তু ৪৩ বছর বয়সে এসে হঠাৎ দেশের হয়ে ডেভিস কাপের সিঙ্গলসে নামতে চান লিয়েন্ডার ৷ ভারতের হয়ে ডেভিস কাপে সবচেয়ে বেশি সিঙ্গলস (৫০) জেতার নজির রয়েছে রামনাথন কৃষ্ণণের ৷ তাঁর রেকর্ড ভাঙাটাই এবার লক্ষ্য লিয়েন্ডারের ৷

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

লিয়েন্ডার নিয়ে অনেকেই ভেবেছিলেন, রিওতে রেকর্ড সংখ্যক কেরিয়ারের সাত নম্বর অলিম্পিক খেলেই হয়তো অবসর নেবেন তিনি ৷ কিন্তু নতুন করে তাঁর সিঙ্গলস খেলার ইচ্ছে কিন্তু সেই সম্ভাবনায় আপাতত জল ঢালছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ডেভিসে সিঙ্গলসে খেলতে আগ্রহী লিয়েন্ডার